/indian-express-bangla/media/media_files/2025/05/15/BBeaKGkeW0SHj6VnYiIf.jpg)
ইংল্যান্ড সফরের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই
India vs England: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই সফরে টিম ইন্ডিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ এবং তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
কবে থেকে শুরু হবে সিরিজ?
অন্যদিকে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট দলে কামব্যাক করলেন শেফালি বর্মা। যদিও একদিনের ক্রিকেট দলে তিনি সুযোগ পাননি। পাশাপাশি দুটো ফরম্য়াটেই কামব্যাক করেছেন স্নেহ রানা। ইংল্যান্ড সফরের শুরুতেই পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৮ জুন থেকে শুরু হবে এই সিরিজ। এরপর আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
শেফালি বর্মার প্রত্যাবর্তন
ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ এবং তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মহিলা প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই ব্যাট হাতে নজর কেড়েছেন শেফালি বর্মা। সেই পুরস্কারও তিনি এবার হাতেনাতে পেলেন। ভারতীয় টি-২০ ক্রিকেট দলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে।
এবারের WPL মরশুমে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শেফালি। ১৫২-র স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি মোট ৩০৪ রান করেছেন। অন্যদিকে, স্নেহ রানাকে ওয়ানডে এবং টি-২০ দুটো ফরম্য়াটেই ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়েছে।
দেখুন: এক হাতে উড়ন্ত ক্য়াচ ‘সুপারগার্ল' হরমনপ্রীতের, সোশালে ভাইরাল ভিডিও
পাশাপাশি হারলিন দেওল এবং ইয়াস্তিকা ভাটিয়াও টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিয়েছেন। সম্প্রতি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে স্নেহ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। গত টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উমা ছেত্রী ওপেন করতে নামলেও, এই স্কোয়াডে তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
বাদ পড়লেন রেণুকা-শ্রেয়ঙ্কা
রেণুকা সিং এবং অফস্পিনার শ্রেয়ঙ্কা পাটিল - দুজনকেই এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। এমনকী, BCCI-এর পক্ষ থেকেও এই দুই ক্রিকেটারকে নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। কাশভি গৌতমের জায়গায় ক্রান্তি গৌড়কে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া, চলতি বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেছিলেন সায়ালি সতঘরে। তাঁকে এই দুটো ফরম্যাটেই রাখা হয়েছে।
ভারতীয় মহিলা টি-২০ দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমিমা রডরিগস, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হারলিন দেওল, দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চরনি, শুচি উপাধ্যায়, অমনজোত কৌর, অরুন্ধতি রেড্ডি, ক্রান্তি গৌড়, সায়ালি সতঘরে।
ভারতীয় মহিলা ওয়ানডে দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), তেজল হাসবনিস, দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চরনি, শুচি উপাধ্যায়, অমনজোত কৌর, অরুন্ধতি রেড্ডি, ক্রান্তি গৌড়, সায়ালি সতঘরে।