Rohit Sharma complains to BCCI against Sunil Gavaskar: কিংবদন্তি সুনীল গাভাসকরের বিরুদ্ধে বিসিসিআইয়ের কাছে অভিযোগ করলেন রোহিত শর্মা? এমনটাই অভিযোগ উঠছে। অস্ট্রেলিয়ায় তাদের খারাপ পারফরম্যান্সের পর অধিনায়ক রোহিত শর্মা-সহ ভারতীয় ব্যাটারদের সম্পর্কে সুনীল গাভাসকর অনেক কিছুই বলেছেন। কিংবদন্তি গাভাসকর তাঁর স্পষ্ট বিশ্লেষণের জন্য ক্রিকেটজগতে বিশেষভাবে পরিচিত মুখ। ম্যাচই হোক বা কোনও খেলোয়াড়ের সম্পর্কে ব্যক্তিগত বিশ্লেষণ, সব ব্যাপারেই গাভাসকরের খ্যাতি বিশ্বজোড়া। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি (বিজিটি) চলাকালীনও প্রাক্তন ভারতীয় অধিনায়ক তাঁর সেই ভূমিকা পালন করেছেন। ৭৫ বছর বয়সি এই কিংবদন্তি গোটা সিরিজে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন। এই সিরিজে ভারত ১-৩ ব্যবধানে পরাজিত হয়েছে।
এই পরিস্থিতিতেই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশ, ভারত অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের কাছে এক বৈঠকে সুনীল গাভাসকরের নেতিবাচক সমালোচনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। রোহিতের অভিযোগ, গাভাসকর বাইরে থেকে যে চাপ তৈরি করেছেন, সেই চাপ তাঁর পারফরম্যান্সকে প্রভাবিত করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোহিত মনে করছেন যে, 'সুনীল গাভাসকরের এই সমালোচনা করার দরকার ছিল না। সেই কারণেই তিনি বিসিসিআইয়ের কাছে গাভাসকরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।'
দ্বিতীয় সন্তানের জন্মের জন্য রোহিত বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্টে ছিলেন না। পরবর্তী তিনটি টেস্টে তিনি মাত্র ৩১ রান করেন। সিডনির শেষ টেস্টে শেষ পর্যন্ত নিজেকে বাদই দেন রোহিত। ভারত অধিনায়ক ব্যাট হাতে সমস্যায় পড়ার পর, গাভাসকর মন্তব্য করেন যে ডানহাতি ব্যাটসম্যানের পদত্যাগ করা উচিত। নির্বাচকরা তাঁকে দলে রাখুক ছাই না রাখুক, 'রোহিত মেলবোর্ন এবং সিডনিতে রান না' করলে তাঁর পদত্যাগ করাই ঠিক বলে জানিয়েছিলেন গাভাসকর। লিটল মাস্টারের সফরের সময় তাঁর কলামে গাভাসকর লিখেছিলেন, 'অধিনায়ক রোহিত শর্মা ভালো খেলতে পারছেন না। নিজের ফর্মের জন্যই তাঁর সরে যাওয়া উচিত।' এরপর রোহিত সরে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার পরে, টেস্ট ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলেছিলেন গাভাসকর।
রোহিত পার্থে প্রথম টেস্ট মিস করার পরে গাভাসকর তাঁর কলামে আরও লিখেছিলেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতকে প্রথম থেকেই রোহিতেরই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। তিনি চাপ এতটাই বাড়ান যে, 'রোহিত বিসিসিআইকে সন্তানের জন্মের ব্যাপারে বিস্তারিত জানাতে বাধ্য হন।' প্রকাশিত রিপোর্টে এমনটাই বলা হয়েছে। চলতি মাসের শুরুতে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৫০তম বার্ষিকী উদযাপনের সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা ও গাভাসকর দু'জনেই মঞ্চে উপস্থিত ছিলেন। তারপরই সুনীল গাভাসকরের বিরুদ্ধে অভিযোগ জানান রোহিত শর্মা।
আরও পড়ুন- টাকা দিচ্ছে না বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি! রাগে BPL বয়কট বিদেশিদের
যাইহোক, রোহিতের ব্যর্থতা আপাতত অব্যাহত। তিনি নিজের ব্যাটিং সমস্যা সমাধানের জন্য, ১০ বছর পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। তবে, তাতেও রোহিতের ফর্মের সমস্যা কাটেনি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ভারত অধিনায়ক মাত্র ৩১ রান করেছেন। ফলে রীতিমতো চাপে ভারত অধিনায়ক।