/indian-express-bangla/media/media_files/2025/02/15/7KrH2mdg4je3fYg72kUz.jpg)
India Team: ভারতীয় দল। (ছবি- বিসিসিআই)
India Team head to Dubai for Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের পথে রওনা দিল ভারতীয় দল। দলের অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, হেড কোচ গৌতম গম্ভীরদের মত বেশ কয়েকজন এই দলে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে চোটের জন্য বাদ পড়েছেন জসপ্রীত বুমরা। পাশাপাশি, যশস্বী জয়সওয়ালের বদলে দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
এনিয়ে কম বিতর্ক হয়নি। তার মধ্যেই শনিবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের পথে রওনা হলেন ভারতীয় দলের একদল সদস্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই ম্যাচ হবে। শনিবার বিরাট, রোহিতদের পাশাপাশি বিমানবন্দরে দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, কেএল রাহুলকে। এছাড়াও দলে ছিলেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, পেসার হর্ষিত রানা, অর্শদীপ সিংরা। পাশাপাশি, হার্দিক পান্ডিয়াকেও দেখা গিয়েছে বিমানবন্দরে।
Virat Kohli at the Mumbai airport.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 15, 2025
- Team India on their way for Champions Trophy. 🇮🇳🏆pic.twitter.com/6J7cLRuuFb
গম্ভীর ছাড়াও কোচদের মধ্যে বিমানবন্দরে দেখা গিয়েছে ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ মর্নে মর্কেল, অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন ডোসচেটকে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই দলের বেশিরভাগই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। তারমধ্যেই বুমরার অভাব ভারতীয় দলকে যথেষ্ট ভোগাবে বলেই অনুরাগীদের আশঙ্কা। নতুন বোলার হর্ষিত রানা এই গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফিতে কতটা কী করতে পারবেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে ধন্দ রয়েছে। তাঁরা প্রশ্ন তুলেছেন দলে যশস্বী জয়সওয়ালকে না রাখা নিয়েছে। কেন যশস্বীর বদলে স্পিনার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হল? সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের একাংশ।
Team India leave for Champions Trophy Dubai.
— Mr Verma (@Mr_Verma92) February 15, 2025
Best of Luck team India.
Indian wants one more trophy 🏆.#TeamIndia#ChampionsTrophy2025pic.twitter.com/7ywpRJTgX9
আরও পড়ুন- জয়সওয়ালকে কেন বাদ দেওয়া হল! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নির্বাচনের সমালোচনা অশ্বিনের
#WATCH | Mumbai: The first batch of the Indian Cricket team departs for Dubai to participate in the ICC Champions Trophy.
— ANI (@ANI) February 15, 2025
All matches of Team India will be held in Dubai, while the rest will take place in Pakistan. The ICC Champions Trophy will begin on February 19 and will… pic.twitter.com/C4VdRPddyn
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বল করেছেন। তাঁর সামনে ইংরেজ ব্যাটাররা কার্যত দিশাহারা হয়ে গিয়েছেন বারবার। দুবাইয়ের পিচগুলোও ভারতের মতই স্পিন সহায়ক। সেক্ষেত্রে, রহস্যময় বোলার বরুণ চক্রবর্তী দুর্দান্ত কিছু করে দেখাতে পারেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া, ইংল্যান্ড সিরিজে যশস্বীর জায়গায় ওপেন করতে নেমে শুভমান গিল দুর্দান্ত খেলেছেন। রোহিত একটা ম্যাচে ওপেন করে সেঞ্চুরিও করেছেন। অন্যান্য পজিশনগুলোতেও খেলোয়াড়রা নিজেদের বেশ ভালোই মানিয়ে নিয়েছেন। যার ফলে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে। সেই কথা মাথায় রেখেই ইংল্যান্ড সিরিজের জয়ী দলটাকেই কার্যত দুবাইয়ে পাঠানো হয়েছে বলে খবর।