/indian-express-bangla/media/media_files/2025/06/20/indian-cricket-team-2025-06-20-14-08-10.jpg)
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল
Indian Cricket Team: শুক্রবার অর্থাৎ ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্য়াচটা লিডসের হেডিংলে স্টেডিয়ামে আয়োজন করা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, এই সিরিজে ৫ ভুল করলেই পস্তাতে হবে টিম ইন্ডিয়াকে। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) অনুপস্থিতি টিম ইন্ডিয়াকে চাপে ফেলতে পারে। শোনা যাচ্ছে প্রত্যেকটা টেস্ট ম্য়াচে নাকি খেলতে পারবেন না তিনি। অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের (Shubman Gill) রেকর্ডও যথেষ্ট খারাপ। এখনও পর্যন্ত তিনটে টেস্ট ম্য়াচে তিনি মাত্র ৮৮ রান করেছেন।
মাথাব্যথার কারণ হতে পারে ডিউক বল
এর পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের অভিজ্ঞতা একেবারেই কম। অন্যদিকে, টিম ইন্ডিয়ার ফিল্ডিং একটা বড় মাথাব্যথার কারণ হতে পারে। কারণ ডিউক বলে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ম্য়াচ খেলার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে। পাশাপাশি, এই সিরিজে একেবারেই একটি অনভিজ্ঞ ভারতীয় ক্রিকেট দল খেলতে নামছে। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অশ্বিন ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে শুভমান অ্যান্ড কোম্পানিকে যে বুঝেশুনে পা ফেলতে হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
ইংল্য়ান্ডের মাটিতে 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা ভারতের
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স এমনিতেই যথেষ্ট খারাপ। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল মাত্র ৩৫ ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, ইংল্যান্ড বাজিমাত করেছে ৫১ ম্য়াচে। বাকি ম্য়াচগুলো ড্র হয়েছে। কিন্তু, ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টেস্ট ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে ভারতের অবস্থা একেবারে চোখে দেখা যায় না। ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল মাত্র ৯ ম্য়াচে জয়লাভ করেছে। অর্থাৎ জয়ের সংখ্যা দুই অঙ্কও স্পর্শ করতে পারেনি।
IND vs ENG MS Dhoni: টিম ইন্ডিয়ার 'বিভীষণ' তাহলে এই ক্রিকেটারই? ভাঙতে চলেছেন ধোনির রেকর্ড
বিরাটের রেকর্ড ভাঙতে পারবেন শুভমান গিল?
ইতিমধ্যে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট অধিনায়কদের মধ্যে জয়ের তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে তিনটে টেস্ট ম্য়াচ জয় করেছে। অন্যদিকে, কপিল দেবের নেতৃত্বে জিততে পেরেছে জোড়া টেস্ট ম্য়াচ। বাকি আরও ৪ অধিনায়ক একটি ম্য়াচ জিততে পেরেছেন। সেই তালিকায় নাম রয়েছে - রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি এবং অজিত ওয়াদেকর। এই পরিস্থিতিতে শুভমান গিল কতটা সুবিধা করতে পারেন, এখন সেটাই দেখার।