Indian Cricket Team: চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! হা-হুতাশ করছেন ভারতীয় সমর্থকরা

Indian Cricket Team News: আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ২ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটা প্রশ্ন বারংবার উঁকি দিচ্ছে।

Indian Cricket Team News: আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ২ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটা প্রশ্ন বারংবার উঁকি দিচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah (11)

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ

Indian Cricket Team: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। গত ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়ার হয়ে ২ ম্য়াচ খেলেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের দোহাই দিয়ে এই দুটো টেস্ট ম্য়াচও কি বুমরাহ খেলবেন না? যদিও বুমরাহ নিজেই জানিয়েছেন, ২ টেস্ট ম্য়াচই খেলতে আগ্রহী তিনি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) একটি বড়সড় মন্তব্য করলেন।

Advertisment

এখনও ঠিক করা হয়নি: শুভমান গিল

সম্প্রতি ২০২৫ এশিয়া কাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শুভমান গিল এবং জসপ্রীত বুমরাহ। দুবাই থেকে সরাসরি তাঁরা টিম ইন্ডিয়ার স্কোয়াডে যোগ দিয়েছেন। তবে প্রশ্নটা হল, বুমরাহের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে তাঁকে কি খেলানো হবে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে শুভমান গিল বললেন, 'ম্যাচ শুরু হওয়ার আগে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। একটা টেস্ট ম্য়াচ যথেষ্ট দীর্ঘায়িত হয়। সেক্ষেত্রে একজন বোলারকে কতগুলো ওভার করতে হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু ঠিক করা হয়নি।'

ক্যারিবিয়ান ব্রিগেডকে চ্য়ালেঞ্জ ছুঁড়লেন শুভমান গিল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক শুভমান গিল বললেন, 'আমরা এমন একটা উইকেটে খেলতে চাই, যেখানে বোলার এবং ব্যাটার দুজনেই সুবিধা পাবেন। যে দলগুলো ভারতে খেলতে আসে, তাদের কাছে স্পিন বোলিং এবং রিভার্স সুইং সামলানো সবথেকে কঠিন কাজ হয়ে ওঠে। এই চ্যালেঞ্জের কথা মাথায় রেখে, আমরা এমন উইকেটে খেলতে চাই, যেখানে বোলার এবং ব্যাটার দুজনেই সুবিধা পাবেন। আবহাওয়া এবং পরিস্থিতি বিচার করে আগামীকাল সিদ্ধান্ত নেব যে তৃতীয় কোনও বোলারকে খেলাব কি না!'

Advertisment

গিলের নেতৃত্বে ইংল্যান্ডে সিরিজ ড্র

শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। শেষপর্যন্ত এই সিরিজটা ২-২ ব্যবধানে ড্র হয়েছে। এবার ঘরের মাটিতেও টিম ইন্ডিয়া ভাল পারফরম্য়ান্স করতে চাইবে। গত রবিবারই শেষ হয়েছে ২০২৫ টি-২০ এশিয়া কাপ। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার প্রস্তুতির জন্য যথেষ্ট কম সময় পেয়েছে। যদি টিম ইন্ডিয়া নেটে যথেষ্ট অনুশীলন করেছে। এবার সম্মুখ-সমরে তারা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।

Shubman Gill Jasprit Bumrah India vs West Indies Indian Cricket Team