/indian-express-bangla/media/media_files/2025/08/22/gouher-sultana-2025-08-22-14-45-12.jpg)
ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার গওহর সুলতানা
Cricketer Retirement: আগামী সেপ্টেম্বর মাস থেকে ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচ আগামী ৩০ সেপ্টেম্বর আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে। অর্থাৎ কয়েকটি ম্য়াচ ভারতে আয়োজন করা হবে, আর কয়েকটি ম্য়াচ শ্রীলঙ্কায়। তবে এই টুর্নামেন্টের ঠিক আগেই টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার গওহর সুলতানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
Indian Cricketer Retirement: ভারতকে জিতিয়েছিলেন বিশ্বকাপ, বিরাটের পর অবসর নিলেন IPL জয়ী KKR তারকা
সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা
গওহর সুলতানা টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটই খেলেছেন। কিন্তু, এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে গওহর সুলতানা লিখেছেন, 'বহু বছর ধরে ভারতীয় প্রতি গর্ব অনুভব করেছি। এই জার্সিটা পরলে একটা আলাদা জেদ কাজ করে। তবে এবার আমার ক্রিকেট কেরিয়ারের সেই আবেগঘণ মুহূর্ত লেখার সময় এসে গিয়েছে। স্মৃতি মণিমানিক্যে এই হৃদয় আজ ভর্তি হয়ে রয়েছে। এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলাম।'
অনেকদিন ধরেই ছিলেন টিম ইন্ডিয়ার বাইরে
বিগত অনেকদিন ধরেই টিম ইন্ডিয়ার সুযোগ পাননি গওহর সুলতানা। ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার টি-২০ ম্য়াচ খেলেছিলেন। এর পাশাপাশি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৪ সালেই শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন।
একনজরে গওহর সুলতানার ক্রিকেট কেরিয়ার
ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে গওহর সুলতানা ৫০ ওয়ানডে এবং ৩৭ টি-২০ ম্য়াচ খেলেছেন। ৫০ ওয়ানডে ম্য়াচে তিনি বল হাতে ৬৬ উইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স হল ৪ রানে ৪ উইকেট। এর পাশাপাশি ব্যাট হাতে তিনি ৯৬ রান করেছিলেন। অন্যদিকে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গওহর মোট ২৯ উইকেট শিকার করেছেন।