Kuldeep Yadav Engagement: 'স্বপ্নে দেখা রাজকন্যা' পেয়ে গেলেন কুলদীপ, কে তিনি, কী করেন তাঁর বাগদত্তা?

Kuldeep Yadav-Vanshika Engagement: কুলদীপ লখনউতে তাঁর শৈশবের বন্ধু বংশিকার সঙ্গে বাগদান সারলেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Kuldeep Yadav-Vanshika Engagement: কুলদীপ লখনউতে তাঁর শৈশবের বন্ধু বংশিকার সঙ্গে বাগদান সারলেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav Engagement: দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন কুলদীপ যাদব

Kuldeep Yadav Engagement: দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন কুলদীপ যাদব

Kuldeep Yadav Engagement News: ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব তাঁর স্বপ্নের রাজকুমারীকে শেষপর্যন্ত খুঁজে পেয়েছেন। ‘চায়নাম্যান’ বোলার কুলদীপ লখনউতে তাঁর শৈশবের বন্ধু বংশিকার সঙ্গে বাগদান সারলেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়, সেখানে কুলদীপ ও বংশিকার জুটিকে দারুণ সুন্দর লাগছিল।

বংশিকা কে এবং কী করেন?

Advertisment

এই অনুষ্ঠানে কুলদীপ যাদব পরেছিলেন অফ-হোয়াইট রঙের সুতোর কাজ করা বন্ধগলা পোশাক, আর বংশিকা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা, যাতে তিনি অপরূপ দেখাচ্ছিলেন। যদিও তাঁদের বিয়ে কবে এবং কোথায় হবে তা এখনও প্রকাশ্যে আসেনি, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বংশিকা LIC-তে কর্মরত।

আগেই দিয়েছিলেন ইঙ্গিত

২০২৪ সালে T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর দেশে ফিরে বিয়ে নিয়ে কথা বলেছিলেন কুলদীপ। কানপুরে বিজয়োৎসবের মাঝে সংবাদমাধ্যমকে জানান, তিনি কোনও বলিউড অভিনেত্রীকে বিয়ে করছেন না। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনাদের খুব শীঘ্রই সুখবর মিলবে, তবে আমার হবু স্ত্রী কোনও অভিনেত্রী নন। তিনি এমন একজন হবেন, যিনি আমাকে এবং আমার পরিবারকে ভালভাবে দেখাশোনা করতে পারবেন।”

Advertisment

আরও পড়ুন ম্যাচ হেরেই রিংকুকে ঠাসিয়ে ২-৩ চড়! কুলদীপের উপর ফুঁসছেন KKR তারকা, Video Viral

IPL 2025-এ কুলদীপের পারফরম্যান্স

IPL 2025-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন কুলদীপ যাদব। ১৪টি ম্যাচে ১৫টি উইকেট শিকার করেন তিনি। গত মরশুমে ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন। যদিও ১৮তম সিজনের দুর্দান্ত সূচনা করলেও, দিল্লি ক্যাপিটালস প্লে-অফে জায়গা করে নিতে পারেনি।

ইংল্যান্ড সফরের জন্য তৈরি কুলদীপ

আইপিএলের পর ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে। ২০ জুন থেকে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। কুলদীপ যাদব সেই ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াডে আছেন, যাঁদের কাঁধে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টির দায়িত্ব বর্তেছে।

Kuldeep Yadav