/indian-express-bangla/media/media_files/2025/04/30/FnqkWAod9h6fGKa4d28c.jpg)
KKR vs DC viral video: ম্যাচের পরই কুলদীপ যাদব রিংকু সিংকে আচমকা একটি চড় মারেন
Rinku Singh upset reaction: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দিল্লি ক্যাপিটালস (KKR vs DC) হারের মুখ দেখল মঙ্গলবার রাতে। দিল্লির ২০৫ রানের বিশাল টার্গেট ছিল, কিন্তু ১৯০ রানেই থেমে যায় তাদের ইনিংস এবং ১৪ রানে ম্যাচ হেরে যায়।
ম্যাচের পরে মাঠেই এমন এক ঘটনা ঘটেছে যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। ম্যাচের পরই কুলদীপ যাদব রিংকু সিংকে আচমকা একটি চড় মারেন। আবার মারতেই রিংকুর চোখেমুখে বিরক্তি এবং রাগের ছাপ ফুটে ওঠে।
আরও পড়ুন ডু প্লেসিসের আউটই টার্নিং পয়েন্ট, নারিনের এই ওভার পাল্টে দেয় ম্যাচের রং
আসলে, ম্যাচ শেষ হওয়ার পর সব প্লেয়াররা একসঙ্গে গল্প করছিলেন। কুলদীপ যাদব এবং রিংকু সিংও সেখানে উপস্থিত ছিলেন এবং কথা বলছিলেন। কিন্তু তখনই কুলদীপ মজার ছলেই রিংকুকে ঠাসিয়ে একটি চড় মেরে দেন, যা দেখে রিংকু প্রথমে কিছুটা ঘাবড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই আবার কুলদীপ চড় মারেন গালে। তাতে কিছুটা রুষ্টও হন রিংকু। কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন কুলদীপকে। পরে, কুলদীপ আরও একটি চড় মারতে গেলে, রিঙ্কু দ্রুত পিছিয়ে যান। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেটে। কুলদীপের বলে চালিয়ে খেলেছিলেন রিংকু। তাতেই কি রেগে গিয়ে রিংকুকে চড় মারলেন কুলদীপ, প্রশ্ন ফ্যানদের।
Kuldeep yadav slaps rinku singh#kuldeepyadav#rinkusingh#KKRvsDC#ipl20225@imkuldeep18pic.twitter.com/SEWAgGagwq
— Bobby (@Bobby04432594) April 29, 2025
অক্ষর প্যাটেল ম্যাচের পরে বলেন, "আমি মনে করি উইকেট ভাল ছিল, কিন্তু আমরা পাওয়ার প্লে-তে ১৫-২০ রান অতিরিক্ত দিয়ে ফেলেছি। আমরা কিছু উইকেট সহজেই হারিয়েছি, তবে ইতিবাচক দিক হল পাওয়ার প্লে-র পর আমরা কীভাবে তাদের আটকে রাখতে পেরেছি। ব্যাটিংয়ে কিছু ব্যাটসম্যান ব্যর্থ হলেও, আমাদের মধ্যে ২-৩ জন ভাল খেলেছেন।"
আরও পড়ুন নামেই ভাইস ক্যাপ্টেন, অথচ রাহানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেন না ভেঙ্কটেশ! কারণটা জানেন?
তিনি আরও বলেন, "যখন বিপ্রজ ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল আমরা জিততে পারব। যদি আশুতোষ থাকতেন, তবে তিনি প্রথম ম্যাচের মতো খেলতে পারতেন। প্র্যাকটিস উইকেটে বল থামাতে ডাইভ দেওয়ার সময় আমার হাতের চামড়া ছিঁড়ে গেছে, তবে ভাল দিক হল ৩-৪ দিনের বিরতি আছে। আশা করছি, আমি দ্রুত সুস্থ হয়ে আগামী ম্যাচে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে পারব।"
আরও পড়ুন বিদেশি তারকার সঙ্গে তুমুল ঝামেলা KKR কোচের, চন্দু স্যরের মিলিটারি শাসনে বিদ্রোহ নাইট শিবিরে