New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/16/d0vU7b2Zv3gIyhHbTBoS.jpg)
পুত্র সন্তানের বাবা হলেন জাহির খান
Zaheer Khan becomes father at 46: বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁরা এই সুখবরটি সমর্থকদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। সঙ্গে শেয়ার করা হয়েছে নবজাতকের ছবিও।
পুত্র সন্তানের বাবা হলেন জাহির খান
Zaheer Khan Son: টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার জাহির খান এবং তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগের (Sagarika Ghatge) পরিবারে এক নতুন সদস্যের আগমন হয়েছে। সম্প্রতি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন জাহির খান। জাহির তাঁর ছেলের নাম রেখেছেন ফতেহসিং খান।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁরা এই সুখবরটি সমর্থকদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। সঙ্গে শেয়ার করা হয়েছে নবজাতকের ছবিও। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, জাহিরের কোলে সন্তান রয়েছে। আর তাঁর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সাগরিকা। আরও একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতের এই প্রাক্তন ক্রিকেটার সদ্যোজাতের হাত ধরে রয়েছেন।
সাদা-কালো ছবি শেয়ার করার পাশাপাশি এই দম্পতি লিখেছেন, 'আপনাদের ভালবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা আমাদের সন্তান ফতেহসিং খানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি।' একথা আলাদা করে বলার দরকার নেই যে পোস্টটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Zaheer Khan-LSG: গম্ভীরের চেয়ারে এবার জাহির খান! তোলপাড় ফেলে দেওয়া আপডেটে ব্লকবাস্টার ভারতীয় ক্রিকেট
আসতে শুরু করেছে একের পর এক শুভেচ্ছা বার্তা। অঙ্গদ বেদি লিখেছেন, 'ওয়াহে গুরু।' আবার হরভজন সিং লিখেছেন, 'তোমাদের দুজনকেই অসংখ্য শুভেচ্ছা। ওয়াহে গুরুর আশীর্বাদ সবসময় তোমাদের উপর থাকুক।' সারা তেন্ডুলকর লিখেছেন, 'এটা সবথেকে ভাল খবর।'
Zaheer Khan on Gautam Gambhir: গম্ভীরের কোচিংয়ের কড়া সমালোচনা জাহিরের, করলেন বড় মন্তব্য
সুরেশ রায়না লিখেছেন, 'অনেক অনেক শুভেচ্ছা।' অন্যদিকে, আকাশ চোপড়া লিখেছেন, 'তোমাদের দুজনকে অসংখ্য অভিনন্দন। তোমাদের জন্য অনেকটা ভালবাসা এবং আশীর্বাদ রইল।' এছাড়া ভারতের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং, সূর্যকুমার যাদবের স্ত্রী দেবীষা শেঠি, অভিনেত্রী ডায়ানা পেন্টি, প্রাক্তন ক্রিকেটার রাহুল শর্মা, কুইন্টন ডি ককের স্ত্রী শাসা ডি কক, অভিনেত্রী হুমা কুরেশি, বীরেন্দ্র সেহওয়াগের স্ত্রী আরতি সেহওয়াগও কমেন্ট করে জাহির এবং সাগরিকাকে অভিনন্দন জানিয়েছেন।
Zaheer Khan: 'এই কারণেই আমরা হেরেছি...', রাগের মাথায় ফাঁস লখনউ মেন্টরের
প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বর মাসে জাহির খান এবং সাগরিকা ঘাটগের বিয়ে হয়েছিল। জাহির আপাতত ৪৬ বছর বয়সে পা রেখেছেন এবং সাগরিকা ৩৯ বছর বয়সে। বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করছেন জাহির। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে লখনউ যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। এখনও পর্যন্ত তারা ৭ ম্য়াচের মধ্যে চারটেয় জয়লাভ করেছে। আর তিনটে ম্য়াচ হেরে গিয়েছে। সেইসঙ্গে ৮ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে।