Zaheer Khan: 'এই কারণেই আমরা হেরেছি...', রাগের মাথায় ফাঁস লখনউ মেন্টরের

Zaheer Khan on Pitch Curator: গত মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জার হারের পর লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এরইমধ্যে লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টর জাহির খান কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন।

Zaheer Khan on Pitch Curator: গত মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জার হারের পর লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এরইমধ্যে লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টর জাহির খান কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Zaheer Khan (1)

লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খান

Zaheer Khan on Pitch Curator: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে বেশ কয়েকটি দল ইতিমধ্যে ঘরের মাঠে হেরে গিয়েছে। তা নিয়ে শুরু হয়েছে বেশ তুলকালাম। এই তালিকায় আগেই নাম লিখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) নামও যোগ হয়ে গেল। 

Advertisment

গত মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জার হারের পর লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এরইমধ্যে লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টর জাহির খান কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। প্রসঙ্গত, এই ম্য়াচটি অটল বিহারি বাজপেয়ি ইকানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুললেন জাহির। স্পষ্ট জানিয়ে দেন, এই উইকেট নিয়ে তিনি একেবারেই খুশি নন।

ক্ষোভে ফেটে পড়লেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর

উল্লেখ্য, মঙ্গলবারের ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। লখনউ তাদের ঘরের মাঠে খেলতে নামলেও, শুরু থেকে যথেষ্ট অস্বস্তিতে ছিল। ইকানা স্টেডিয়ামের উইকেটকে দোষারোপ করে জাহির বললেন, 'এমন উইকেট দেখে আমি যারপরনাই হতাশ। কোনও দল যে তাদের হোম গ্রাউন্ডে কিছুটা হলেও অ্যাডভান্টেজ নেবে, এমন দৃশ্য আইপিএল টুর্নামেন্টে হামেশাই দেখতে পাওয়া যায়।'

Advertisment

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'কিন্তু লখনউয়ের পিচ কিউরেটর সেকথা একেবারেই মনে করেন না। হোম টিম হিসেবে আমাদের কোনও অ্যাডভান্টেজ দিতে উনি রাজি ছিলেন না। একটা সময় তো আমার মনে হচ্ছিল যে পঞ্জাব কিংসের পিচ কিউরেটর এখানকার উইকেট তৈরি করেছেন।'

সমর্থকদের প্রত্যাশা নিয়ে মন্তব্য জাহিরের

চলতি বছর লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন জাহির খান। ইতিপূর্বে, মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে বেশ কয়েক বছর কাটিয়েছেন তিনি। পাশাপাশি দলের নয়া অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন ঋষভ পন্থও। উইকেট সংক্রান্ত প্রশ্নের জবাবে জাহির খান বললেন, 'এটা এমন একটা বিষয়, যার সঙ্গে আমরা খুব শীঘ্রই মানিয়ে নিতে পারব। এটা আমার জন্যও একটা নতুন সেটআপ। তবে আমি আশা করছি, এটাই প্রথম এবং শেষ ম্য়াচ। কারণ আপনি (পিচ কিউরেটর) লখনউ সুপার জায়ান্টস সমর্থকদের হতাশ করছেন। ঘরের মাঠে প্রথম জয় দেখতেই ওঁরা মাঠে এসেছিলেন। কিন্তু, আশাহত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে।'

IPL 2025 Lucknow Super Giants