Vinod Kambli: বাঁচার আশাই ছিল না, সেই অসুস্থ কাম্বলির জীবনে সাক্ষাৎ দেবদূতের মতো এলেন এই লেজেন্ড, কী করলেন জানেন?

Sunil Gavaskar comes to help Vinod Kambli: গত কয়েক বছর ধরে বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ রয়েছেন। ডিসেম্বর মাসে তাঁকে মূত্রনালী সংক্রমণ এবং খিঁচুনির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Sunil Gavaskar comes to help Vinod Kambli: গত কয়েক বছর ধরে বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ রয়েছেন। ডিসেম্বর মাসে তাঁকে মূত্রনালী সংক্রমণ এবং খিঁচুনির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vinod Kambli: কাম্বলিকে আজীবনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই কিংবদন্তি

Vinod Kambli: কাম্বলিকে আজীবনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই কিংবদন্তি

Indian Legend Cricketer Sunil Gavaskar comes to help Vinod Kambli: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির জীবনে নতুন আশার আলো। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকর, যিনি তাঁকে তার ছেলের মনে করেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অর্থনৈতিক সংকটে থাকা কাম্বলির সাহায্যে এগিয়ে আসবেন। এবং তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন। কাম্বলির জীবনে দেবদূতের মতো এসেছেন গাভাসকর।

Advertisment

জীবনভর মাসিক সাহায্য

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, সুনীল গাভাসকর তাঁর CHAMPS ফাউন্ডেশনের মাধ্যমে বিনোদ কাম্বলিকে সাহায্য করছেন। এই সংগঠন তাঁদের জন্য কাজ করে যাঁরা প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব এবং যাঁদের আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। ১ এপ্রিল থেকে বিনোদ কাম্বলিকে তাঁর জীবনের শেষদিন পর্যন্ত প্রতি মাসে ৩০,০০০ টাকা এবং প্রতি বছর ৩০,০০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন শেষ ১২ বছরের জীবনযুদ্ধ, ক্যানসার কাড়ল ব্রিটিশ ক্রিকেটারের স্ত্রী'কে

Advertisment

'এরা আমার নাতির মতো'

ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে সুনীল গাভাসকর বলেছেন যে, তিনি এবং ১৯৮৩ বিশ্বকাপজয়ী দল তরুণ ক্রিকেটারদের প্রতি খুবই সচেতন, যাঁদের তিনি তাঁর ছেলে এবং নাতির মতো মনে করেন। তিনি বিনোদ কাম্বলিকে তাঁর পায়ে দাঁড়াতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।

বিনোদ কাম্বলির শারীরিক অবনতি

গত কয়েক বছর ধরে বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ রয়েছেন। ডিসেম্বর মাসে তাঁকে মূত্রনালী সংক্রমণ এবং খিঁচুনির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানুয়ারি মাসে ২ সপ্তাহ হাসপাতালে থাকার পর তাঁকে ছুটি দেওয়া হয়। এরপর এক সাক্ষাৎকারে তিনি তাঁর আর্থিক সংকটের কথা স্বীকার করেন।

গাভাসকরের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল উদাহরণ এবং কাম্বলির জীবনে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 

Vinod Kambli Sunil Gavaskar