/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/JPEG-18.jpg)
নিউজিল্য়ান্ডকে পাঁচ গোল দিল ভারত, অলিম্পিক টেস্ট ইভেন্টস জিতল হরমনপ্রীতরা (ছবি-টুইটার/হকি ইন্ডিয়া)
বুধবার টোকিওতে নিউজিল্য়ান্ডকে গুঁড়িয়ে অলিম্পিক টেস্ট ইভেন্ট জিতল ভারত। হরমনপ্রীত সিংয়ের ভারতীয় হকি দল ৫-০গোলের মালা পরাল কিউয়িদের। এর আগে রাউন্ড-রবিন লিগ পর্যায় নিউজিল্য়ান্ড ২-১ হারিয়েছিল টিম ইন্ডিয়াকে। তারই প্রতিশোধ নিল নীল জার্সিধারীরা।
FT: ???????? 0-5 ????????
REVENGE TAKEN! ????
A stellar show from India as they outclass New Zealand in the Finals of the Olympic Test Event. ???? #IndiaKaGame#ReadySteadyTokyo#Tokyo2020#NZLvIND@WeAreTeamIndiapic.twitter.com/VOmAay5e1p
— Hockey India (@TheHockeyIndia) August 21, 2019
এদিন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন হরমনপ্রীত সাত মিনিটে গোলের খাতা খোলেন। ১৮ মিনিটে ব্য়বধান ২-০ করেন শামশের সিং। টোকিওর শিনাগাওয়া শহরের ওই হকি স্টেডিয়ামে গোল বন্য়ার শুরু তখনই। দু'গোলের রেশ কাটতে না কাটতেই ভারত পাঁচ মিনিটের মধ্য়ে আরও তিন গোল করে কিউয়িদের কফিনে পেরেক পুঁতে দেয়। ম্য়াচের তিন নম্বর গোলটি আসে নীলকান্ত শর্মার (২২ মিনিট) স্টিক থেকে। এরপর চার ও পাঁচ নম্বর গোলটি যথাক্রমে গুরশাহিবজিত সিং ও মণদীপ সিং করেন ২৬ ও ২৭ মিনিটে।
আরও পড়ুন: দৌড়ে ভাইরাল রামেশ্বর, ট্রায়ালে সবার শেষে, তবুও পাশে ক্রীড়ামন্ত্রী
From 1-2 down in their previous encounter against @BlackSticks, to a whopping 5-0 victory in the Final on 21st August, #TeamIndia has indeed had an eventful tournament.
WELL DONE, LADS! ???????? ????????#IndiaKaGame#ReadySteadyTokyo#Tokyo2020@WeAreTeamIndia@13harmanpreethttps://t.co/aiWITvpld4
— Hockey India (@TheHockeyIndia) August 21, 2019
ম্য়াচ জয়ের পর হরমনপ্রীত সিং বললেন, "আমরা সত্য়িই ভাল খেলেছি। ম্য়াচের শুরুতেই সুযোগ গুলোকে কাজে লাগিয়েছি। আমরা সবসময় ভেবেছিলাম ফাইনাল কঠিন হবে। এর আগে নিউজিল্য়ান্ডের কাছে আমরা হেরেছি। হার থেকেই শিক্ষা নিয়ে আরও বেশি করে প্র্য়াকটিস করে এই জয় পেয়েছি।"
Read full story in English