Advertisment

Ayush Shukla-4 maiden overs in T20I match: ৪ ওভারে ৪টেই মেডেন! ভারতে জন্মানো বোলারের ঐতিহাসিক রেকর্ডে তছনছ আন্তর্জাতিক টি২০, দেখুন ভিডিও

Hong Kong vs Mongolia t20I: টি২০-তে টানা ৪ ওভার-ই মেডেন, আন্তর্জাতিক ক্রিকেটে ঐতিহাসিক রেকর্ড ভারতীয় বংশোদ্ভূত হংকং পেসার আয়ুশ শুক্লার। একের পর এক নজির গড়লেন তিনি মংগোলিয়ার বিপক্ষে

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ayush Shukla maiden overs in T20I

টানা চার ওভার-ই মেডেন করলেন হংকংয়ের আয়ুশ শুক্লা (টুইটার)

Hong Kong's Ayush Shukla record of 4 maiden overs in t20I: কুয়ালালামপুরের বে বুয়েমাস ওভালে ইতিহাস রচিত হল। হংকংয়ের তারকা পেসার আয়ুশ শুক্লা আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বোলার হিসাবে টি২০-তে টানা চারটে ওভার-ই মেডেন করলেন। প্ৰথম এশিয়ান হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

Advertisment

আন্তর্জাতিক টি২০-তে এর আগে কানাডার সাদ বিন জাফর এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন টানা চার ওভার টি২০ আন্তর্জাতিকে কোনও রান খরচ না করার নজির গড়েছিলেন। সাদ বিন জাফর এই নজির গড়েন ২০২১-এ পানামার বিপক্ষে। ফার্গুসন গত টি২০ বিশ্বকাপেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে টানা চারটে মেডেন সহ ৩ উইকেট তুলে নিয়েছিলেন।

ICC চেয়ারম্যান হতেই জয় শাহকে তীব্র অপমান লঙ্কান সাংবাদিকের, ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেটমহ

মংগোলিয়া বনাম হংকং ম্যাচে আয়ুশ টানা চার ওভারে কোনও রান যেমন খরচ করলেন না, তেমন তুলে নেন ১ উইকেট-ও। ইতিহাস গড়া ম্যাচে হংকংয়ের হয়ে বোলিং ওপেন করেন তিনি। তারপর চার ওভারের টানা স্পেলে ইতিহাস ছুঁয়ে ফেলেন। প্রথম ওভারেই তুলে নেন বাট ইয়ালাত নামস্রাইকে।

উইকেট নেওয়ার পর টানা ১৮ ডট বল করা তারকা আদতে ভারতীয়। জন্ম মহারাষ্ট্রের পালঘার জেলার বয়সরে। মুম্বইয়ের ক্রিকেটে হাতেখড়ি। তারপর ২১ বছরের তারকা কয়েক বছর ধরেই খেলছেন হংকংয়ের জার্সিতে।

আরও পড়ুন: একের পর এক তারকা ছাঁটাই নিলামের আগেই! KKR রিটেন করতে চলেছে হাফডজন তারকাকে

মংগোলিয়া ম্যাচের আগে আয়ুশ ৩৪ টি২০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৮.৬২। মংগোলিয়া ম্যাচের আগেই কম্বোডিয়ার বিপক্ষে গত বছর ৩ ওভারে ১ মেডেন সহ ৩ উইকেট তুলে নিয়েছিলেন। মাত্র ৩ রান খরচ করে। ২০২২-এর এশিয়া কাপ আয়ুশ আউট করেন স্বয়ং রোহিত শর্মাকেও। তিনি এখন হংকংয়ের বোলিংয়ের মূল অস্ত্র। ঐতিহাসিক রেকর্ডে তার-ই প্রমাণ দিলেন।

cricket Cricket News T20
Advertisment