Advertisment

রোমানিয়ার ক্রিকেটে ঝড় ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, গড়লেন রেকর্ড

রোমানিয়ার জয়ের অন্যতম নায়ক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার শিবকুমার পেরিওয়াল। শিবকুমারই রোমানিয়ার প্রথম কোনও ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ক্রিকেটে সেদেশের হয়ে শতরান করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
romania cricket

রোমানিয়া ক্রিকেটে নজির পেরিওয়ালের (টুইটার ও ফেসবুক)

টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রানে জেতার নজির গড়ল রোমানিয়া। বৃহস্পতিবারেই রোমানিয়া কাপে ১৭৩ রানের ব্যবধানে তুরস্ককে পরাজিত করল রোমানিয়া। এতেই নতুন রেকর্ড। এতদিন সবথেকে বেশি রানে জেতার নজির ছিল শ্রীলঙ্কার। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। জয়ের সেই ব্যবধানকে এবার পেরিয়ে গেল রোমানিয়া।

Advertisment

আর রোমানিয়ার জয়ের অন্যতম নায়ক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার শিবকুমার পেরিওয়াল। শিবকুমারই রোমানিয়ার প্রথম কোনও ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ক্রিকেটে সেদেশের হয়ে অর্ধশতরান করলেন। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার শিবকুমারের ৪০ বলে বিধ্বংসী ১০৫ রানের সৌজন্যে ২০ ওভারে রোমানিয়া স্কোরবোর্ডে ২২৬ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে তুরস্ক ১৩ ওভারে ৫৩ রান তুলে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু এনরিকের মেয়ের, শোকপ্রকাশ মেসিদের

বিস্ফোরক ইনিংসের পরে ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে শিবকুমার জানালেন, "নিজের পারফরম্যান্স ভাষায় বুঝিয়ে বলা শক্ত। এখানের একটি সফটওয়ার কোম্পানিতে চাকরি করি। উইকএন্ডে ক্লাজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলি। শেষ দু-বছর ধরে জাতীয় টি টোয়েন্টি লিগে আমরাই চ্যাম্পিয়ন। আমার ক্লাবের ভাল পারফরম্যান্সের পরেই জাতীয় দলে খেলার জন্য নির্বাচিত হয়েছিলাম।"

তামিলনাড়ুর শিবকাশী গ্রামে জন্ম। ভারতের আর পাঁচটা কিশোরের মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। রোমানিয়া থেকে শিবকুমার বলছিলেন, "দেশে শৈশবে অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-২২, অনুর্ধ্ব-২৫ স্তরের ক্রিকেটে অংশগ্রহণ করতাম। স্নাতকে উত্তীর্ণ হওয়ার পরে রোমানিয়ায় চলে আসি। তবে এখনও ক্রিকেটের প্রতি আমার প্যাশন রয়ে গিয়েছে। ফের একবার ক্রিকেটে নামতে চাই। রোমানিয়া আসার পরে ক্রিকেটের বিষয়ে জানার পরেই ক্লাজ ক্লাবে যোগ দিই।"

নিজেদের ইনিংসের শেষ ওভারেই পেরিওয়াল তিন অঙ্কের রানে পৌঁছন। তবে পেরিওয়াল জানাচ্ছেন, শতরান করার আগেও বুঝতে পারেননি রেকর্ড গড়তে চলেছেন তিনি। ৩১ বছরের ভারতীয় সফটওয়ার ইঞ্জিনিয়ার রোমানিয়ার ক্রিকেটার পাভেল ফ্লোরিনের সঙ্গেও ইউরোপিয়ান ক্রিকেট লিগে খেলেছেন, যিনি নিজের অদ্ভূত বোলিং অ্যাকশনের কারণে কিছুদিন আগেই শিরোনামে উঠে এসেছিলেন।

Read the full article in ENGLISH

cricket
Advertisment