মেসিদের কোচ ছিলেন। স্পেনের জাতীয় দলের কোচ হিসেবেও নজর কেড়েছিলেন। সেই লুইস এনরিকেই এবার পারিবারিক দুর্যোগের মুখোমুখি। স্পেন ও বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিকের নয় বছর কন্যা হাড়ের বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। লুইস এনরিকে নিজেই টুইটারে সেই ঘটনা জানিয়ে লেখেন, “আমাদের মেয়ে এদিন বিকালে মারা গেল।” বেশ কিছুদিন মরণপণ লড়াই চলছিল নয় বছরের শিশু কন্যার। সেই সময়ে যাঁরা এনরিকের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে এনরিকে আরও লেখেন, “এই কয়েকমাসে যারা ভালবাসা পাঠিয়েছেন, তাঁদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।”
মেয়ের অসুস্থতার জন্যই জাতীয় দলের কোচের পদ থেকে জুন মাসে সরে দাঁড়ান এনরিকে। প্রাথমিকভাবে সাময়িকভাবে সরে দাঁড়ান তিনি। এনরিকের কর্তব্য পালন করছিলেন সহকারী রবার্ট মোরেনো। তবে পরবর্তীকালে মেয়েকে সময় দেওয়ার জন্যই জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেন।
নিজের মেয়ে ফিরে পাওয়ার লড়াইয়ে অবশ্য জিততে পারেননি বহু যুদ্ধের পোড় খাওয়া এই কোচ। বৃহস্পতিবার রাতে এক টুইটে এনরিকে লেখেন, ‘প্রায় ছয় মাস হাড়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিকেলে আমাদের কন্যা জানা মাত্র ৯ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছে।” তিতে ভিলেনোভার পরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০১৪-১৫ মরশুমে বার্সেলোনাকে ত্রিমুকুট উপহার দেন তিনি।
— LUISENRIQUE (@LUISENRIQUE21) August 29, 2019
Momento de mucho dolor y tristeza. Descansa en paz XANITA.
Mucha fuerza @LUISENRIQUE21, Elena y FAMILIA!!!!! ???????? pic.twitter.com/84Svh90w5Y
— Luis Suarez (@LuisSuarez9) August 29, 2019
এনরিকের এই পারিবারিক দুর্যোগে শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অন্যান্য ক্লাবের ফুটবল নক্ষত্ররা। ফুটবল দুনিয়া শোকের সাগরে ডুবে গিয়েছে। মেসি, নাদালের টুইটেও চোখের জল বাঁধ মেনেছে ফুটবল ভক্তদের। মেসি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “এই কঠিন সময়ে লুইস এনরিকে ও তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পৃথিবীর সকল শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।” স্পেন ও রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন সের্জিও রামোস আবার লিখেছেন, “আপনার পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের সমর্থন ও ভালবাসা রয়েছে। কিছু বলার নেই, কিন্তু আমরা সবসময় আপনার পাশে রয়েছি।” মন খারাপ করে দেওয়া টুইটে এনরিকে লিখেছেন, “জানা তারা হয়ে আমাদের সামনে পথপ্রদর্শন করবে।”
Read the full article in ENGLISH
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল