Indian squad for T20I series: গত বছর বিশ্বকাপজয়ী ভারতীয় টি২০ দলের অংশ ছিলেন অলরাউন্ডার শিবম দুবে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টি২০ সিরিজে তাঁকে বেছে নিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে দুবে মুম্বইয়ের হয়ে খেলেছেন। যদিও বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তাঁর পারফরম্যান্স হতাশাজনক ছিল। দুবে দুই ইনিংসেই ০ রানে আউট হয়েছেন। মুম্বই এই ম্যাচে হেরে গিয়েছে।
নির্বাচকরা রেড্ডি ও হার্দিক পান্ডিয়াকে দুই অলরাউন্ডার হিসেবে দলে রেখেছিলেন। সেই জন্য দুবেকে প্রথমে ভারতীয় টি২০ দলে নেওয়া হয়নি। মুম্বইকর সম্প্রতি পিঠের চোট থেকে সেরে উঠেছেন। যার ফলে রঞ্জি ট্রফির প্রাথমিক পর্বে খেলতে পারেননি। পরে তিনি সৈয়দ মুশতাক আলি ট্রফির আগে দলে ঢোকেন। মুম্বইয়ের হয়ে খেলে ট্রফি জেতেন। ইডেন গার্ডেনসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলায় ভারত জিতেছে। শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তৃতীয় টি-২০ মঙ্গলবার রাজকোটে। ৪র্থ ম্যাচ শুক্রবার পুনেতে। পঞ্চম এবং শেষ টি২০ রবিবার, ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে।
দুবে নীতীশকুমার রেড্ডির বদলে দলে ঢুকেছেন। নীতীশ চোটের জন্য বাদ পড়েছেন। পাশাপাশি রিঙ্কু সিং-ও দ্বিতীয় এবং তৃতীয় টি২০-তে খেলতে পারবেন না। চেন্নাইয়ে দ্বিতীয় টি২০-র আগে অনুশীলন সেশনে সাইড স্ট্রেইন ইনজুরি ধরা পড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতীশ। সিরিজের দ্বিতীয় ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, 'নীতীশ চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন।'
আর, ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে ফিল্ডিং করার সময় বাঁ-হাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং পিঠের নীচের দিকে চোট পান। তিনি বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই, ইংল্যান্ডের বিরুদ্ধে ২য় এবং ৩য় টি২০ থেকে রিঙ্কুকে বাদ দেওয়া হয়েছে। রিঙ্কুর বদলে দলে ঢুকেছেন রমনদীপ সিং। তবে, নীতীশ এবং রিঙ্কুর ব্যাপারে জানালেও শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়া বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মার সম্পর্কে বিসিসিআই কিছু জানায়নি।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শিবম দুবে রাজকোটে দলে যোগ দেবেন। ওই ম্যাচ হবে ২৮ জানুয়ারি, মঙ্গলবার। সেটা তৃতীয় টি২০। তার আগে দুবে রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ১৩৩ রানের লক্ষ্যমাত্রা ১৩ ওভারের মধ্যেই পূরণ করে ৭ উইকেটে জিতেছে। ২০২৪ সালের শুরু থেকেই সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতের রেজাল্ট বেশ ভালো। রোহিত শর্মার থেকে সূর্যকুমার যাদব পূর্ণকালীন অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণের পরও রেজাল্ট এখনও খারাপ হয়নি। ভারত টি২০ সিরিজ হারেনি।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে, ভারত গত বছর সংক্ষিপ্ততম ফরম্যাটে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করা হয়েছে। হাঁটুর চোটের জন্য এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকা মহম্মদ শামি ভারতীয় দলে ফিরেছেন। তবে, প্রথম টি২০ ম্যাচে তিনি প্লেয়িং ইলেভেনে ছিলেন না। এই সিরিজে পরবর্তীতে তিনি কোনও ম্যাচে খেলেন কি না, সেটাই দেখার।
আরও পড়ুন- পাকিস্তানি ক্রিকেটারের রেকর্ড! খুশির জোয়ারে বাবর আজমের দেশের তারকা
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রমনদীপ সিং।