Advertisment

কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল সিন্ধুর

শুরুতেই শেষ পিভি সিন্ধু। বুধবার কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। মার্কিন মুলুকের ঝাং বিউয়েনের কাছে হারতে হল সিন্ধুকে। মার্কিনির পক্ষে ফল ২১-৭, ২২-২৪, ১৫-২১।

author-image
IE Bangla Web Desk
New Update
PV Sindhu crashes out in first round of Korea Open

শুরুতেই শেষ পিভি সিন্ধু। বুধবার কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। মার্কিন মুলুকের ঝাং বিউয়েনের কাছে হারতে হল সিন্ধুকে। মার্কিনির পক্ষে ফল ২১-৭, ২২-২৪, ১৫-২১।

Advertisment

এদিন প্রথম গেমটা সিন্ধু অনায়াসে জয় তুলে আনলেও পরের দু'টো গেমে ঝাংয়ের সামনে দাঁড়াতে পারেননি গোপীচাঁদের শিষ্য়া। সিন্ধুর বিদায়ে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন সাইনা নেহওয়াল। এদিন তিনিও নামবেন খেলতে।

-->

আরও পড়ুন: পদত্যাগ করলেন সিন্ধুদের কোরিয়ান কোচ কিম, ব্য়ক্তিগত কারণেই এই সিদ্ধান্ত

পুরুষদের সিঙ্গেল বিভাগে সাই প্রনীত ডেনমার্কের অ্যান্ডার্স অ্যানটনসেনের বিরুদ্ধে নেমেছিলেন এই টুর্নামেন্টে। কিন্তু তিনি খেলার মাঝপথেই অবসৃত হতে বাধ্য় হন। প্রনীত প্রথম গেমে ৯-২১ হেরে যান। এরপর ৭-১১ পিছিয়ে পড়েন। দ্বিতীয় গেমেই তিনি আহত ও অবসৃত হওয়ায় শেষ ১৬-তে পৌঁছে যান অ্যানটনসেন।

-->

আরও পড়ুন: অলিম্পিক সোনার জন্য়ই ক্য়াবিনেটে জায়গা ফাঁকা রেখেছি: পিভি সিন্ধু

সিন্ধু বিশ্ব চ্য়াম্পিয়নশিপ জেতার দু'সপ্তাহের মধ্য়েই চিনা ও কোরিয়া ওপেন খেলে টোকিও অলিম্পিকের নেট প্র্য়াকটিসটা সেরে নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি ব্য়র্থ হলেন। রিও অলিম্পিকের রুপো জয়ী ভারতীয় শাটলারের চোখ এখন টোকিওতে। কিন্তু এর মাঝেই আবার সিন্ধুদের কোরিয়ান কোচ কিম পদত্যাগ করে ফেলেছেন। ফলে সিন্ধুর প্রস্ততিতে কিছুটা হলেও সমস্য়া এসেছে।

Badminton
Advertisment