/indian-express-bangla/media/media_files/2025/02/18/NduRkyYFUWyiRFJ0u2Mp.jpg)
Morne Morkel-Md Shami: মর্নে মর্কেল ও মহম্মদ শামি। (ছবি-ইনস্টাগ্রাম)
Morne Morkel returns home: ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার মুখে দেশে ফিরে গেলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মর্কেল। যাতে বেশ বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। কারণ, টিম ইন্ডিয়া বৃহস্পতিবারই এই ট্রফিতে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। কিন্তু, ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকান কোচের বাবা আচমকা মারা গিয়েছেন। আর, সেই কারণে তড়িঘড়ি মর্কেল দেশে ফিরতে বাধ্য হলেন। গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে মর্নে মর্কেল টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
মর্কেল শনিবার, ১৫ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার সঙ্গে দুবাই গিয়েছিলেন। রবিবার, তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরুর আগে প্রশিক্ষণেও যোগ দিয়েছিলেন। তবে, ১৭ তারিখে দলের অনুশীলনে আর বোলিং কোচকে দেখা যায়নি। টিম ইন্ডিয়া সূত্রে খবর, বাবার মৃত্যুর খবর পাওয়ার পরপরই মর্কেল দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সময়টা বোলিং কোচ দলের সঙ্গে থাকবেন কি না, তা-ও এখনও নিশ্চিত নয় বলেই জানা গিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি, বুধবার শুরু হচ্ছে। ৯ মার্চ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকায় চলবে এই টুর্নামেন্ট। আটটি দল মোট ১৫টি ম্যাচ খেলবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ৮টি দলের প্রত্যেকটি নিজস্ব গ্রুপে ৩টি করে ম্যাচ খেলবে। গ্রুপ এ-তে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে টিম ইন্ডিয়াও আছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে হবে। গ্রুপ পর্বের ম্যাচের তৃতীয় এবং শেষ ম্যাচটি ২ মার্চ দুবাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি
তারিখ | খেলা |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম ভারত, দুবাই |
২৩ ফেব্রুয়ারি | ভারত বনাম পাকিস্তান, দুবাই |
২ মার্চ | নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই |
৪ মার্চ | সেমিফাইনাল ১, দুবাই |
৫ মার্চ: | সেমিফাইনাল ২, লাহোর |
৯ মার্চ | ফাইনাল, লাহোর / দুবাই |
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জার্সিতে লেখা পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তুঙ্গে বিতর্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ১৫ জনের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আরশদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।