Advertisment

India's Champions Trophy squad: কবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, সামনে এল তারিখ

Agarkar to reveal Champions Trophy squad: রবিবার ভারতের চলতি মরশুমের টেস্ট ক্যালেন্ডার শেষ হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India ahead of Bangladesh test

Team India: এবার ভারতের নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি। (ফাইল ছবি)

Agarkar to reveal Champions Trophy squad: বর্ডার-গাভাসকর ট্রফি (বিজিটি) সিরিজে ভারতীয় দল দুরমুশ হওয়ার পর টিম ইন্ডিয়ার নজরে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। বিজিটিতে হারায় ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ থেকেই ছিটকে গিয়েছে। শুধু তাই নয়, ভারত শেষ ৮টি টেস্ট ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে অভূতপূর্ব ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের নজরে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। 

Advertisment

সাদা বলের ক্রিকেটের এই ট্রফি একটি আইসিসি টুর্নামেন্ট। আর, সেই টুর্নামেন্টের জন্যই দল ঘোষণা হতে চলেছে ১২ জানুয়ারি। ওই দিন চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন বোর্ডের নির্বাচক কমিটি। আইসিসি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড বদলানোর অনুমতি দিয়েছে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৫টি টি২০ এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। ২২ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হবে। 

এক আইসিসি কর্তা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, 'সব দলকে ১২ জানুয়ারির মধ্যে তাদের অস্থায়ী স্কোয়াড জমা দিতে হবে। তবে, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড বদলানোর অনুমতি দেওয়া হয়েছে। দলগুলো স্কোয়াড ঘোষণা না করেই স্কোয়াডের তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে জমা দিতে পারে। আইসিসি সেটা ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করবে।'

আরও পড়ুন- ভারতীয় দলে এখন 'তারকা সংস্কৃতি' চলে, ফাঁস করলেন প্রাক্তন সুপারস্টার

Advertisment

সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ-অধিনায়ক হচ্ছেন জসপ্রীত বুমরা। অবশ্য তিনি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের পরে ফিটনেসের সমস্যায় ভুগছেন। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। যার অর্থ হল, হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলের ভাগ্যে শিকে ছিঁড়ছে না। তাঁরা দুজনেই ২০২৩ একদিনের বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। হার্দিকের গোড়ালির চোটের পর রাহুল গত বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচকরা বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্সকেও গুরুত্ব দেবেন বলেই খবর।

cricket BCCI Ajit Agarkar Hardik Pandya Cricket News KL Rahul Champions Trophy
Advertisment