Advertisment

India' Champions Trophy Squad: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দল নিয়েই খেলবে টিম ইন্ডিয়া, দেখে নিন একনজরে

Squad for Champions Trophy, England Series 2025: ভারতীয় দলের নজরে এখন ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। মেন ইন ব্লু তাদের গ্রুপ-পর্বের ম্যাচ দুবাইয়ে খেলবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Team India, India vs USA, t20 World Cup

Indian Team: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল। (ফাইল ছবি)

India's Probable Squad: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে কারা থাকছেন? সে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পর, ভারতীয় দলের নজরে এখন ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। মেন ইন ব্লু তাদের গ্রুপ-পর্বের ম্যাচ দুবাইয়ে খেলবে। টুর্নামেন্টের মাত্র একমাস বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভারতকে তিনটি ওয়ানডে ম্যাচের প্রস্তুতি শেষ করতে হবে। আইসিসির কাছে ১২ জানুয়ারির মধ্যে প্রতিটি দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াডের একটি অস্থায়ী তালিকা জমা দিতে হবে।

Advertisment

২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারার পর, চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মার দলকে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে ফের শিরোপা জয়ের আরেকটি সুযোগ এনে দিয়েছে। গত বছর মাত্র তিনটি ওয়ানডে খেলার পর, ভারতের দল গঠনে বড় পরিবর্তনের সম্ভাবনা এখন কম। তবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা দুবাইয়ের পিচের কথা মাথায় রাখবেন। ওই সব পিচ পাকিস্তানের চেয়ে অনেক বেশি ব্যাটিং সহায়ক। সেকথা মাথায় রেখেই দল বাছাই করা হবে। টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার বর্তমানে চোট-আঘাতের সমস্যায় ভুগছেন। সেই জন্য দল গঠন কিছু পরিবর্তন হলেও হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস দলের প্রতিটি বিভাগে ১৫ জন করে সদস্যকে বেছে নেওয়ার চেষ্টা করেছে।

ব্যাটার
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল ভারতের টপ-অর্ডারে থাকতে পারেন। ভারত টপ-মিডল অর্ডারের জন্য আরও দুজন ব্যাটসম্যান কাম কিপার বেছে নিতে পারে। বাঁ-হাতি বিকল্পের অভাবের যশস্বী জয়সওয়ালকে ব্যাকআপ ওপেনার হিসেবে বাছা হতে পারে। ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন দ্বিতীয় কিপার হিসেবে দলে থাকতে পারেন। সম্প্রতি ভারতীয় দলের কোনও খেলোয়াড়ই ৫০ ওভারের ক্রিকেট খেলেননি। শ্রীলঙ্কায় রাহুলের বদলে নেমে পন্থ ৬ রানে আউট হয়েছিলেন। ২০২৩ সালে ভারত দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতেছে। স্যামসন সেই দলের সদস্য ছিলেন। কেরলের ব্যাটার সেই সিরিজে তাঁর প্রথম সেঞ্চুরি করেন। 

বোলার
অস্ট্রেলিয়ায় জসপ্রীত বুমরার পিঠের সমস্যা টিম ম্যানেজমেন্টের কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। ভারতের নতুন বোলারদের অভিজ্ঞতা এখনও কম। সেই কারণে গত বিশ্বকাপের পর ফের মহম্মদ শামিকে জাতীয় দলে ফেরাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ৩৪ বছর বয়সি শামি বিভিন্ন ফরম্যাটে বাংলার হয়ে নিয়মিত খেলছেন। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বেও বাংলার হয়ে খেলা চালিয়ে যাবেন শামি। তাঁর কাজের চাপ নেহাত কম নয়। তারপরও মহম্মদ সিরাজ ১৫ সদস্যের স্কোয়াডে থাকতে পারেন। বামহাতি পেসার অর্শদীপ সিং ফের দলে ফিরতে পারেন। বিশেষজ্ঞ স্পিনারদের মধ্যে, কুলদীপ যাদবও ডিসেম্বরে অস্ত্রোপচারের পর ফিরে আসতে পারেন দলে। তিনি না থাকলে তামিলনাড়ুর স্পিনার বরুণ চক্রবর্তী দলে ঢুকতে পারেন। যদি বুমরা এবং শামি ফিট না থাকেন, তবে পেসার হিসেবে দলে ঢুকতে পারেন প্রসিধ কৃষ্ণা, খলিল আহমেদ, মুকেশ কুমার ও হর্ষিত রানা।

Advertisment

অলরাউন্ডার
অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতকে বিবেচনা করতে হবে যে বরোদার অলরাউন্ডারের সিম প্রয়োজন হবে কিনা। কারণ, সংযুক্ত আরব আমিরশাহির পিচ বেশ ধীরগতির। সেক্ষেত্রে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ঢুকতে পারেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা ও রিয়ান পরাগ। সাদা বলে ফর্মে থাকা বাঁ-হাতি অক্ষর তাঁর সিনিয়র সতীর্থ জাদেজার সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্ব দিতে পারেন। পরাগ ও সুন্দরও থাকতে পারেন দলে। তামিলনাড়ুর অলরাউন্ডার সুন্দর বাঁ-হাতি ব্যাটার হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

আরও পড়ুন- দুই কিংবদন্তির সংঘাত! শাস্ত্রীর প্রস্তাব উড়িয়ে দিলেন লয়েড

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের সম্ভাব্য দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর অথবা রিয়ান পরাগ ও রবীন্দ্র জাদেজা), কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ অথবা প্রসিধ কৃষ্ণা, মহম্মদ শামি অথবা মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক) অথবা সঞ্জু স্যামসন।

Team-India Indian Team Cricket News Champions Trophy Team India Indian Cricket Team Team India
Advertisment