India tour of Bangladesh likely to be canceled: আশঙ্কাই সত্যি হতে চলেছে। বাংলাদেশ সফরে (India vs Bangladesh) যাচ্ছে না টিম ইন্ডিয়া। আগামী মাসে বাংলাদেশে সাদা বলের ক্রিকেট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। কিন্তু পালাবদলের পর বাংলাদেশ লাগাতার হিংসা-হাঙ্গামায় বিধ্বস্ত Bangladesh Violence)। মহম্মদ ইউনূস (Muhammad Yunus) সরকার ভারতের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যও রেখেছে একাধিক বিষয়ে। পাশাপাশি বাংলাদেশে ক্রিকেটারদের সুরক্ষার প্রশ্নও রয়েছে। এই অবস্থায় কোনওভাবেই বাংলাদেশে ক্রিকেটারদের পাঠানো উচিত হবে না বলে মনে করছে ভারত সরকার। এই বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ফয়সালা করতে পারে। আগস্টে সিরিজ না হওয়ারই সম্ভাবনা বেশি। দুই ক্রিকেট বোর্ড এই জন্য সিরিজ পিছিয়ে দিতে পারে। এতেই বোঝা যাচ্ছে, দুই ক্রিকেট বোর্ডই নিশ্চিত আগস্টের সফর পিছোতে পারে। গত বছর আগস্ট বিপ্লবেই বাংলাদেশে পালাবদল ঘটে। সামনের মাসে সেই পালাবদলের প্রথম বর্ষপূর্তি। যে কারণে বাংলাদেশে আবার হিংসা-দাঙ্গা বাঁধতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই সিরিজ পিছোতে পারে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রাইটস টেন্ডারও বাতিল করেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ভারত বাংলাদেশে ১৭ আগস্ট থেকে তিন ম্যাচের ওডিআই এবং T20 সিরিজ খেলবে।
আরও পড়ুন 'অশান্ত' বাংলাদেশে টিম ইন্ডিয়ার সফর ঘিরে অনিশ্চয়তা, বিরাট আপডেট দিল বিসিবি
মূলত ক্রিকেটারদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়েই চিন্তিত ভারত। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। দিন দিন মৌলবাদীদের উপদ্রব বাড়ছে। সেই সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারত সরকার বাংলাদেশে কখনওই টিম ইন্ডিয়াকে পাঠানোর ঝুঁকি নেবে না। বাংলাদেশে হিংসা-মারামারি বন্ধ করতে মোটেও কার্যকর ভূমিকা নেয়নি বর্তমান মহম্মদ ইউনূস সরকার।
সুরক্ষা সংক্রান্ত বিষয় ছাড়াও দুই দ্বিপাক্ষিক সম্পর্কও ক্রিকেট সিরিজ বাতিল করার অন্যতম কারণ। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এবং উপদেষ্টা সরকারের অন্যান্য আধিকারিকরা ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করেছেন। বেশ কয়েক মাস ধরে ভারতের একপ্রকার শত্রু চিনের সঙ্গে মাখামাখি বেড়েছে বাংলাদেশের। যা মোটেই ভাল চোখে দেখছে না ভারত সরকার।