IND vs BAN 2025: 'অশান্ত' বাংলাদেশে টিম ইন্ডিয়ার সফর ঘিরে অনিশ্চয়তা, বিরাট আপডেট দিল বিসিবি

India vs Bangladesh 2025: ভারতকে বাংলাদেশ সফরে ১৭ আগস্ট থেকে তিনটি ওয়ানডে এবং তিনটি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সফর হওয়ার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে।

India vs Bangladesh 2025: ভারতকে বাংলাদেশ সফরে ১৭ আগস্ট থেকে তিনটি ওয়ানডে এবং তিনটি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সফর হওয়ার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Bangladesh: হিন্দু নির্যাতনের মধ্যে আদৌ বাংলাদেশে যাবে টিম ইন্ডিয়া?

India vs Bangladesh: হিন্দু নির্যাতনের মধ্যে আদৌ বাংলাদেশে যাবে টিম ইন্ডিয়া?

BCB on India vs Bangladesh Series: লাগাতার হিন্দু নির্যাতন (Attacks on Hindus) বাংলাদেশে। পদ্মাপাড়ে মহম্মদ ইউনূস সরকারের জমানায় একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণের জেরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খেয়েছে বাংলাদেশের (Bangladesh Violence)। এবার রাজনৈতিক প্রভাব পড়ল ক্রিকেটেও। ভারতের (Indian Cricket Team) বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। 

Advertisment

ভারতকে বাংলাদেশ সফরে ১৭ আগস্ট থেকে তিনটি ওয়ানডে এবং তিনটি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সফর হওয়ার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর পক্ষ থেকে এই সফর নিয়ে বড় আপডেট সামনে এসেছে। 

BCB প্রেসিডেন্ট আমিনুল ইসলাম জানিয়েছেন, আসন্ন সীমিত ওভারের সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তাদের সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আমিনুল ইসলাম আশা প্রকাশ করেছেন, যদি তারা আগস্টে ভারতের সঙ্গে সিরিজ না করতে পারেন, তবে ভবিষ্যতে অবশ্যই এই ভারতের আতিথেয়তার ব্যবস্থা করবেন। 

Advertisment

আরও পড়ুন কেমন হবে এজবাস্টনের উইকেট, আদৌ ২০০ রান টপকাতে পারবে ভারত?

৩০ জুন শের-এ- বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম বোর্ড মিটিংয়ের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমাদের বিসিসিআই-এর সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। এটা আবশ্যক নয় যে আমরা আগস্ট বা সেপ্টেম্বরেই সিরিজ করাব, আমরা আলোচনা করছি কীভাবে সিরিজটি আয়োজন করা যায়। যদি এখন না-ই হয়, তবে অন্য কোনও সময়ে এটি হবে। বিসিসিআই তাদের সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।” 

২০২৪-এ হয়েছিল শেষ T20 সিরিজ 

এটি হত এমন প্রথম T20 সিরিজ, যখন বাংলাদেশ ঘরের মাঠে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করত। দুই দলের মধ্যে সর্বশেষ T20 সিরিজ ২০২৪ সালে হয়েছিল, যখন বাংলাদেশ ভারত সফর করেছিল এবং আয়োজক দল ৩-০ ব্যবধানে সহজ জয় পেয়েছিল। 

আরও পড়ুন বিপদের মুখে বিরাটের রেকর্ড, ভেঙে ফেলবেন ঋষভ পন্থ?

ভারতের বাংলাদেশ সফরের সম্ভাব্য সূচি

ওয়ানডে সিরিজ

  • প্রথম ওয়ানডে– ১৭ আগস্ট, মিরপুর

  • দ্বিতীয় ওয়ানডে– ২০ আগস্ট, মিরপুর

  • তৃতীয় ওয়ানডে– ২৩ আগস্ট, চট্টগ্রাম

T20 সিরিজ

  • প্রথম টি-২০- ২৬ আগস্ট, চট্টগ্রাম

  • দ্বিতীয় টি-২০- ২৯ আগস্ট, মিরপুর

  • তৃতীয় টি-২০- ৩১ আগস্ট, মিরপুর

Bangladesh Cricket Indian Cricket Team Bangladesh Violence Attacks on Hindus