২০১৮ সালে পৃথ্বী শ’র নেতৃত্বে রাহুল দ্রাবিড়ের শিষ্য়রা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছিনিয়ে এনেছিল। নিউজিল্যান্ডের মাটিতে ভারত চতুর্থবারের জন্য বিশ্বজয় করেছিল। অস্ট্রেলিয়াকে আট উইকেটে গুঁড়িয়ে পৃথ্বীরা ইতিহাস লিখেছিলেন। আইসিসি বলছে ফ্যানেদের বিচারে এটাই ছিল বছরের সেরা মুহূর্ত। পৃথ্বীরা ৪৮ শতাংশ ভোট পেয়ে এই পুরস্কার পেয়েছেন।
এই মুহূর্তে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলেরই শুভমান গিল। ১২৪-এর গড়ে তিনি ৩৭২ রান করেছিলেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন তিনি। অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপক হয়েছিলেন অনুকূল রায়। ১৪টি উইকেট পান তিনি। দ্রাবিড়ের আরও দুই বোলার কমলেশ নগরকোটি ও শিবম মাভি পেয়েছিলেন ৯টি করে উইকেট। এই পারফরম্যান্সের সৌজন্যেই কমলেশ ও শিবমের আইপিএল-এ দরজা খুলে যায়। দু’জনেই নাম লেখান কলকাতা নাইট রাইডার্সে।
আরও পড়ুন: বাইশ গজে নয়া ইতিহাস বিরাটের, আইসিসি-র ত্রিমুকুটে ভূষিত কিং
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে পৃথ্বীরা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছিল। গ্রুপের অন্য দুই দল জিম্বাবোয়ে ও পাপুয়া নিউ গিনিকেও ১০ উইকেটে হারায় তারা। শেষ আটের লড়াইয়ে ভারত ১৩১ রানে বাংলাদেশকে হারিয়েছিল। সেমি ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত ২০৩ রানে জয় পেয়েছিল। প্রথমে ব্যাট করে নীল জার্সিধারীরা ২৭২ রান তুলেছিল। জবাবে প্রতিবেশী রাষ্ট্র ৬৯ রানে অলআউট হয়ে যায়। ক্যাপ্টেন পৃথ্বী এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেই সেঞ্চুরি পেয়েছিলেন। এমনকি সিরিজেরও সেরা হন তিনি।