এক হাতে ব্যাট করলেন তামিম, খেলা হবে না এশিয়া কাপ

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখল একজন প্রকৃত যোদ্ধাকে। বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ভাঙা আঙুল নিয়েও ব্যাট করলেন দলের প্রয়োজনে।

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখল একজন প্রকৃত যোদ্ধাকে। বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ভাঙা আঙুল নিয়েও ব্যাট করলেন দলের প্রয়োজনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tamim Iqbal

এক হাতে ব্যাট করলেন তামিম, খেলা হবে না এশিয়া কাপ

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখল একজন প্রকৃত যোদ্ধাকে। বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ভাঙা আঙুল নিয়েও ব্যাট করলেন দলের প্রয়োজনে। বুকের কাছাকাছি আসা বল ব্যাকফুট ডিফেন্স করে নামালেন এক হাতে। সেই ভিডিও এখন সোশ্যালে রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

আরও পড়ুন: মুশফিকুরের সেঞ্চুরিতে দুরন্ত জয় বাংলাদেশের

Advertisment

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি মোর্তাজার বাংলাদেশ। কিন্তু মাত্র তিন রানের মাথায় দু’উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় বাংলাদেশ। এর মধ্যে আবার দলের স্টার ওপেনার তামিম ইকবাল আহত ও অবসৃত হয়ে মাঠ ছাড়েন। লকমলের ডেলিভারি তাঁর গ্লাভসে এসে ধাক্কা মারে। তামিমের বাঁ-হাতের কনিষ্ঠায় চিড় ধরে যায়। হাসপাতালে স্ক্যান রিপোর্টই তা নিশ্চিত করে। এর জেরে আর এশিয়া কাপে খেলা হবে না তামিমের। সবাইকে চমকে দিয়ে ম্যাচের ৪৭ ওভারে তামিম মাঠে ফেরেন। এরপর একটি বল তিনি ডান হাতে ডিফেন্স করেন। পুরো ইনিংসে তামিম চার বল খেলে মাত্র দু’রান করেছেন ঠিকই। কিন্তু মুশফিকুর রহিমের সঙ্গে ৩২ রানের পার্টনারশিপে তা কার্যকরী হয়ে ওঠে। ৪৯.৩ ওভারে দলের রান ২৬১-তে পৌঁছায়।

দুরন্ত জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে বাংলাদেশ। শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে পদ্মাপারের দেশ ১৩৭ রানে হারাল শ্রীলঙ্কাকে।জবাবে ১২৪ রানে শেষ হয় যায় শ্রীলঙ্কা।

Bangladesh