Mohun Bagan: বদলার ম্যাচের আগে বাগানে ফের ইনজুরির শঙ্কা, সেমিফাইনালের দ্বিতীয় লেগেও অনিশ্চিত তারকা ফুটবলার

Mohun Bagan forward Manvir Singh remains doubtful for the ISL 2025 semi-final second leg after walking off training with pain. Apuiya likely to return. চোটের কারণে অনুশীলনের মাঝপথে নির্ভরযোগ্য খেলোয়াড় বেরিয়ে যাওয়ায় উদ্বেগে মোহনবাগান শিবির।

Mohun Bagan forward Manvir Singh remains doubtful for the ISL 2025 semi-final second leg after walking off training with pain. Apuiya likely to return. চোটের কারণে অনুশীলনের মাঝপথে নির্ভরযোগ্য খেলোয়াড় বেরিয়ে যাওয়ায় উদ্বেগে মোহনবাগান শিবির।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohun Bagan: দ্বিতীয় লেগে বদলা নিতে মরিয়া বাগান ফুটবলাররাও

Mohun Bagan: দ্বিতীয় লেগে বদলা নিতে মরিয়া বাগান ফুটবলাররাও। (ছবি- ফেসবুক)

Manvir Singh Injury Worries Mohun Bagan Ahead of Crucial Semi-Final Clash: জামশেদপুরে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সেমিফাইনালের প্রথম লেগে হারের বদলা নিতে এখন কোমর বেঁধে অনুশীলন চালাচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্টসের ফুটবলাররা। তবে, দলের কোচ হোসে মলিনাকে আশঙ্কায় রেখেছে চোট-আঘাতের সমস্যা। এই সমস্যার জন্য প্রথম লেগেও মেরিনার্সদের ভুগতে হয়েছে। প্রথম লেগের আগে কোচ মলিনা সেনিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন। 

Advertisment

যন্ত্রণার সেই ধারা যে দ্বিতীয় লেগেও তাঁদের তাড়া করে ফিরছে, তা স্পষ্ট হয়ে গেল শনিবার। যুবভারতীতে মোহনবাগানের অনুশীলনের সময় দেখা গেল মাঝপথেই বেরিয়ে গেলেন তারকা ফুটবলার মনবীর সিং। প্রথম লেগে মনবীর চোটের জন্য খেলতে পারেননি। শনিবার বোঝা গেল যে দ্বিতীয় লেগেও দল তাঁকে পাবে কি না, সেটা নিশ্চিত নয়। 

প্রথম লেগে গোল খেয়েও গোল শোধ করে দীর্ঘক্ষণ ম্যাচ সমতায় রেখেছিলেন বাগানের খেলোয়াড়রা। শেষ মুহূর্তে তাঁরা গোল খেয়ে যান। ম্যাচ শেষ হয়েছিল ২-১ এ। মনবীরের অভাবে প্রথম লেগে উইংয়ের সমস্যায় ভুগতে হয়েছে বাগানকে। সেই ভোগান্তি দ্বিতীয় লেগেও অব্যাহত থাকবে ধরে নিয়েই এখন ঘুঁটি সাজাচ্ছেন কোচ হোসে মলিনা। 

শনিবার অনুশীলনের সময় দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই মাঠের ধারে চলে এসেছে মনবীর। ফিজিক্যাল ট্রেনারকে বাঁ দিকের কোমরে নিজের ব্যথার জায়গাটা দেখাচ্ছেন। স্প্রে করে কিছুক্ষণ থাকার পর এরপর তিনি অনুশীলন ছাড়েন মাঝপথেই। তবে, মনবীর না থাকলেও বাগান কোচের মুখে হাসি ফুটিয়েছেন আপুইয়া। চোট সেরেছে। তিনি সম্ভবত দ্বিতীয় লেগে খেলছেন। শনিবার অনুশীলনও করলেন চুটিয়ে। সাংবাদিকরা অনুশীলন শেষে তাঁর চোট নিয়ে প্রশ্ন করতেই বাগানের তারকা ফুটবলারের রহস্যময় জবাব, 'ম্যাচের দিনই দেখতে পাবেন খেলছি কি না!'

Advertisment

আরও পড়ুন- আইপিএলেও কি বাঙালি বিদ্বেষ? অভিষেক পোরেলকে কিপিং থেকে সরালেন দিল্লির রাহুল

এদিনের অনুশীলনে গোল প্র্যাকটিসে জোর দিলেন দিমিত্রি পেত্রাতোস আর সুহেল ভাট। গোলের জন্য এই দুই গোলমেশিনের ওপর বাগান বিরাট নির্ভরশীল। দিমিত্রি আর সুহেলও যে সেই নির্ভরতার যোগ্য প্রতিদান দিতে চান তা স্পষ্ট করে দিলেন এদিনের অনুশীলনেই। বদলার লড়াইয়ে বাগান যেন ঠাকুর ঠাকুর করে জেতে। ঈশ্বরের কাছে এখন এই প্রার্থনাই করে চলেছেন জায়ান্ট সমর্থকরা। জামশেদপুরে তাঁদের হেনস্তা, গালিগালাজ, মারধর- প্রিয় ক্লাবের জয়েই তাঁরা ভুলতে চান।
 

Mohun Bagan ISL Football sports Sports News