IPL 2025: KL Rahul Replaces Porel as DC Keeper vs CSK, Here’s Why: বাংলার ছেলে। আইপিএলে কলকাতার দল কেকেআরে নয়, খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সেই অভিষেক পোরেলকে নিয়ে শনিবার এক অদ্ভূত ঘটনার সাক্ষী হল চিদাম্বরমে চেন্নাই-দিল্লি ম্যাচ। ম্যাচের মধ্যেই তাঁকে আচমকা কিপিং থেকে সরিয়ে দেওয়া হল। যার জেরে অনেকেরই প্রশ্ন জেগেছে, ফের কি বঞ্চিত করা হল বাঙালিকে? খেলার মাঝপথেই তাঁর হাত থেকে দায়িত্ব কেড়ে অসম্মান করা হল এই বছর ২২-এর ক্রিকেটারকে?
ম্যাচে দিল্লি জিতেছে। ব্যাটিংও দুর্দান্ত করেছেন অভিষেক। ২০ বলে করেছেন ৩৩ রানের ঝোড়ো ব্যাটিং। এই ম্যাচের ম্যাচে দিল্লির হয়ে শুরুর দিকে উইকেট কিপিং করছিলেন অভিষেক। কিন্তু হঠাৎ কিছু ওভারের মধ্যেই কিপিং গ্লাভস পরে মাঠে দেখা যায় কেএল রাহুলকে। অনেকেই মনেই তারপর নানা প্রশ্ন ভিড় করে। নেটিজেনদের একাংশের ধারণা হয়, পোরেলের একটি ভুল সিদ্ধান্তের কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আদতে ঘটনাটা ছিল সম্পূর্ণ আলাদা।
ঘটনাটি ঘটে ম্যাচের ৩য় ওভারে। মিচেল স্টার্ক একটি ইয়র্কার দেন। যা ব্যাটসম্যান বিজয় শংকরের পায়ে লাগে। বড়সড় এলবিডব্লিউ আবেদন করা হয়, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। স্টার্ক এবং বোলিং দল নিশ্চিত ছিল এটি আউট, কিন্তু পোরেল অধিনায়ক অক্ষর প্যাটেলকে রিভিউ না নিতে বলেন। কারণ, তাঁর ধারণা ছিল বল ব্যাটে লেগেছে। রিপ্লে-তে দেখা যায়, বল কোনওভাবেই ব্যাট স্পর্শ হয়নি। সোজা স্টাম্পে যাচ্ছিল। ফলে, একটি নিশ্চিত আউট মিস হয়ে যায় দিল্লির।
এই ঘটনার ঠিক পরেই কিপিং করতে দেখা যায় কেএল রাহুলকে। যার ফলে অনেক দর্শক ধরে নেন, এটি আসলে পোরেলের ভুলের ‘শাস্তি’। তবে বাস্তবটা আলাদা। বাঙালি বলে তাঁর সঙ্গে অবিচার করা হয়নি। আবার, ভুলের শাস্তিও দেওয়া হয়নি। দিল্লির তরফে জানা গিয়েছে, ম্যাচের শুরুতে কেএল রাহুল ফিল্ডে উপস্থিত ছিলেন না কিছু সময়ের জন্য। আইপিএলের নিয়ম অনুযায়ী, সেই সময় উইকেটকিপিং করছিলেন পোরেল।
আরও পড়ুন- বুমরাং শরণং গচ্ছামি! বিপাকে পড়ে মুম্বই ফেরাচ্ছে একনম্বর বোলারকে
মাঠে ফিরে আসার পর, দিল্লির নির্ধারিত কিপার হিসেবে রাহুলই দায়িত্ব বুঝে নেন। অর্থাৎ, পোরেলকে কিপিং থেকে সরিয়ে দেওয়া হয়নি কোনও পারফরম্যান্সজনিত কারণে অথবা অবিচার করে। বরং তাঁর উইকেটকিপিং ছিল কেবল একটি সাময়িক ব্যবস্থা। এই ঘটনা আবারও প্রমাণ করল যে মাঠের ঘটনাগুলো অনেক সময় যতটা সহজ মনে হয়, ঠিক ততটা সোজাসাপটা নয়। দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা অনুযায়ীই কিপিং পরিবর্তন হয়েছে এই ম্যাচে।