Champions Trophy 2025: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। তা নিয়ে পিসিবির প্রস্তুতিতে খুশি আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে। সোমবার আইসিসির এক বৈঠকে এই প্রস্তুতির কথা জানানো হয়েছে। সেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিও উপস্থিত ছিলেন। বৈঠকের সময়, পিসিবি কর্তারা আইসিসি সদস্যদের আশ্বস্ত করে জানিয়েছেন যে মার্কি ইভেন্টের ম্যাচগুলো হোস্ট করবে এমন তিনটি স্টেডিয়ামের আপগ্রেডেশন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। টুর্নামেন্টের প্রস্তুতি পর্যালোচনা করতে আইসিসি সদস্যদের পাকিস্তানে আমন্ত্রণও জানিয়েছেন নকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর পাকিস্তানে শুরু হবে। তবে সেজন্য এখনও কিছু প্রস্তুতি বাকি। এব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। যেগুলোর মোকাবিলা করা দরকার।
মেগা ইভেন্টগুলোর মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। সন্ত্রাসবাদ নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা থাকায় ২০০৮ সালের এশিয়া কাপ থেকে, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট টুর্নামেন্ট হয়নি। ভারতে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত মাত্র একটি সিরিজ হয়েছে। যা দুই দেশের মধ্যে চূড়ান্ত দ্বিপাক্ষিক সিরিজ ছিল। তারপর থেকে, উভয় দেশ শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপে পরস্পরের বিরুদ্ধে খেলেছে। আর, ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে পাকিস্তান তিনবার ভারত সফর করেছে।
সম্প্রতি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তিনটি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করেছে। সেই সংক্রান্ত রিপোর্টও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সূত্রের মতে, আইসিসি হয় পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি পাকিস্তানে করতে চায় বা হাইব্রিড মডেলের অংশ হিসেবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি, উভয় জায়গাতেই এই টুর্নামেন্টের আয়োজন করার কথা ভাবছে। এই হাইব্রিড মডেল অনুযায়ী, ভারতের ম্যাচগুলো এবং নকআউট পর্বের খেলাগুলো দুবাইতে হবে। তৃতীয় বিকল্প হল পুরো টুর্নামেন্ট, পাকিস্তানের বাইরে কোথাও আয়োজন। সেটা, দুবাই, শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার মত সম্ভাব্য কোথাও হতে পারে।
আরও পড়ুন- ভারত মারকাটারি পারফরম্যান্স করতেই, কমনওয়েলথ থেকে বাদ একের পর এক খেলা
১৯৯৬ সালের একদিনের বিশ্বকাপের পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও বড় ইভেন্টের আয়োজন করেনি। সেবারের বিশ্বকাপ পাকিস্তান তাদের দুই প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল।