Advertisment

অগাস্টের শেষ ১০ দিনে গড়তে হবে দল! হিসাব কষে এগোচ্ছে শ্রী সিমেন্ট

East Bengal crisis: মাত্র ১০ দিন হাতে নিয়ে দল গড়ার পরিকল্পনা কষছে শ্রী সিমেন্ট। অবশ্যই যদি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দল গঠনের জন্য হাতে থাকবে মাত্র ১০ দিন। এমন হিসাব করেই এগোচ্ছে লগ্নিকারী শ্রী সিমেন্ট। ইস্টবেঙ্গলের তরফে চুক্তির ড্রাফট পাঠানোর পর পুরো বিষয়টি খতিয়ে দেখছে শ্রী সিমেন্টের আইনি বিভাগ।

Advertisment

সূত্রের খবর, বেশ কিছু জায়গায় পুনরায় সংশোধন করে শুক্রবার ফের একবার ক্লাবকে পাঠানো হবে শেষ বারের জন্য। বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে ইস্টবেঙ্গল পূর্ণাঙ্গ চুক্তির খসড়া পেলে কয়েক ঘন্টার নোটিশে ক্লাব কার্যকরী কমিটির সভা ডাকতে পারে শুক্রবার।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ক্লাব যেন পোস্টঅফিস! স্থগিত কার্যকরী কমিটির বৈঠক, ফের হল মেল চালাচালি

সেখানেই চূড়ান্ত ফয়সালা করতে হবে ইস্টবেঙ্গলকে। যদি লগ্নিকারী সংস্থার শর্ত মেনে আগামীকালই সই করে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে দ্রুত দল গঠনের কাজ শুরু করে দেওয়া হবে। লগ্নিকারী সংস্থার এক কর্তার বক্তব্য, শুক্রবার সই করলেও পুরো চুক্তি প্রক্রিয়া সম্পাদন করতে অগাস্টের ২০ তারিখ পেরিয়ে যাবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও তার আগে আইনি বিষয় সম্পন্ন হওয়া সম্ভব নয়। এর মধ্যেই ইস্টবেঙ্গলের প্রপার্টি রেজিস্ট্রেশন, দলিলপত্র সম্পাদনের কাজ করতে ন্যূনতম ৮-৯ দিন লাগবে।

তারপরেই দল গঠনের জন্য ঝাঁপাবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সেই হিসাব করেই লগ্নিকারী সংস্থার তরফে দাবি, গতবারের থেকেও কম সময়ে দল গড়তে হবে। এমনিতে ৩১ অগাস্টের পর ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে। সেই হিসাবেই অগাস্টের শেষ দশ দিনে কোনওরকমে দল গড়তে হবে এসসি ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন: রাজা এবার ছাড়ো গদি! ইস্টবেঙ্গলের দুর্দশায় পদ্মাপাড় থেকেই গর্জে উঠলেন আসলাম

তবে ইস্টবেঙ্গলের কর্তারা যদি শ্রী সিমেন্টের তরফে চূড়ান্ত চুক্তি পেয়েও সই করতে অসম্মত হয়, তাহলে এতদূর পর্যন্ত 'খেলা' গড়াবেই না। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শেষবারের মতই চূড়ান্ত চুক্তি পাঠানো হবে। তারপরে কোনওরকম কথা শোনা হবে না।

সব কিছু হিসাব করলে, সাম্প্রতিক সময়ে শুক্রবার, ১৩ অগাস্ট মহা সন্ধিক্ষণ নিয়ে হাজির হচ্ছে ইস্টবেঙ্গলে। প্রয়াত সচিব দীপক দাসের স্মরণে স্পোর্টস ডে পালন করা হবে ক্লাব তাঁবুতে। সেখানেই মনোরঞ্জন ভট্টাচার্য, সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তন তারকারা হাজির থাকবেন। স্মরণীয় দিনে যদি চুক্তিপত্রের কপি আসে লাল হলুদ তাঁবুতে। তারপরে,,, দেখা যাক!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football Kolkata Football Sports News East Bangal East Bengal Eastbengal
Advertisment