কাকার মতোই ভাইপো, রানআউটে ইনজামামকে মনে করালেন ইমান

কাকার মতোই রানআউট হলেন ইনজামামের ভাইপো ইমাম উল হক। আর এই ঘটনায় ফের একবার চর্চায় উঠে এল ইনজামামের রান আউটের স্মৃতি।

কাকার মতোই রানআউট হলেন ইনজামামের ভাইপো ইমাম উল হক। আর এই ঘটনায় ফের একবার চর্চায় উঠে এল ইনজামামের রান আউটের স্মৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Inzamam-ul-Haq's nephew Imam getting his partner run-out after comedy of errors will give you 'Deja Vu'

কাকার মতোই ভাইপো, রানআউটে ইনজামামকে মনে করালেন ইমান

ইনজামাম উল হক, নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। যদিও কিংবদন্তি এই পাকিস্তানি ক্রিকেটার আজীবন মনে থাকবেন মজাদার সব রান-আউটের জন্য। এবার কাকার মতোই রানআউট হলেন ইনজামামের ভাইপো ইমাম উল হক। আর এই ঘটনায় ফের একবার চর্চায় উঠে এল ইনজামামের স্মৃতি।

Advertisment

ইনজামামের কেরিয়ারে সবচেয়ে বড় বাধা ছিল তাঁর হতশ্রী রানিং বিটউইন দ্য উইকেট। দৌড়ে রান নিতে প্রবল অনীহা ছিল তাঁর। খারাপ রানার হওয়ার জন্য তীব্র সমালোচিত হয়েছেন তিনি। নিজের ওয়ান-ডে কেরিয়ারে ৪০ বার রানআউট হওয়ার নজির রয়েছে ইনজামামের। এছাড়া তাঁর দোষে রান আউট হয়েছেন বহু ব্যাটসম্যান।

Advertisment

আরও পড়ুন, আইপিএল ২০১৮: কে এই বৃদ্ধ ক্রিকেটার, যিনি বাচ্চাদের ঘুম উড়িয়ে দিলেন

এখন পাকিস্তানের হয়ে খেলছেন ইনজির ভাইপো ইমাম। নর্দ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে ম্যাচে তাঁর অবিমৃষ্যকারী রান আউটের ঘটনা কাকার কথা মনে করিয়ে দিয়েছে। ফাইন লেগের দিকে বল ঠেলেই নন স্ট্রাইকার এন্ডের দিকে দৌড়োতে শুরু করেন তিনি। অথচ তাঁর চোখ ছিল বলের দিকে। পার্টনারের কলের তোয়াক্কাই করেননি ইমাম। মাঝামাঝি জায়গায় অপর প্রান্তের ব্যাটসম্যান আজহার আলির সঙ্গে ধাক্কা লাগে ইমামের। হতভম্ব আজহার আলি রান আউট হয়ে ফিরে আসেন।

তবে এ ম্যাচ শেষ পর্যন্ত ন উইকেটে জিতেই যায় পাকিস্তান। ইমাম নট আউট থাকেন ৫৯ রানে।

দেখে নিন ইনজির কিছু মজাদার রান আউটের মুহূর্ত:

pakistan