চেন্নাই সুপার কিংসের হয়ে একটি প্রমোশনল ইভেন্টে জীবনের প্রথম ক্রাশের নাম বললেন মহেন্দ্র সিং ধোনি। এরপর মজা করেই মাহি বললেন, যেন তাঁর স্ত্রী সাক্ষীকে নামটা না-জানানো হয়।
চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল টিম পার্টনার গাল্ফ অয়েল। ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবেও নিযুক্ত করেছে এই সংস্থা। মঙ্গলবার গাল্ফ অয়েল আয়োজিত একটি ইভেন্টে হাজির ছিলেন ধোনি, সুরেশ রায়না, শেন ওয়াটসন ও অনান্য়রা।
আরও পড়ুন, BFF Goals! সুপারহিট রায়না-ধোনি কন্যার ছবি
এখানে এসে মাহি শোনালেন একটা 'আনটোল্ড স্টোরি'। ধোনি বললেন তাঁর জীবনের প্রথম ক্রাশের নাম ছিল স্বাতী। ১৯৯৯-তে শেষবার মাহির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন তখন দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আইপিএল-এর স্পনসর্ড ইভেন্টগুলোতে সাধারণত বিন্দাস মুডেই পাওয়া যায় ক্রিকেটারদের। এর আগে এরকমই একটা ইভেন্টে ডোয়েন ব্র্যাভো ও হরভজন সিংরা স্টেজের মধ্যে নাচ-গান করে মাতিয়ে দিয়েছিলেন।
দু বছরের নির্বাসন কাটিয়ে আইপিএল ইলেভেন ফিরেছে দুবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। অতীতের মতো এবারও দুরন্ত ছন্দে রয়েছে সিএসকে। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু নম্বরে তারা। সাতটি ম্যাচই জিতেছে ধোনি অ্যান্ড কোং। প্লে-অফের দোরগোড়ায় প্রায় পৌঁছে গিয়েছে চেন্নাই।
ক্যাপ্টেন ধোনি নিজেও আছেন দুরন্ত ফর্মে। ১০ ম্যাচে ৩৬০ রানের সুবাদে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাতে আছেন তিনি। ৯০.০০-এর গড়ে ১৬৫.৮৯ স্ট্রাইক রেট মাহির। আগামী শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে ধোনি অ্যান্ড কোং।