Advertisment

BFF Goals! সুপারহিট রায়না-ধোনি কন্যার ছবি

ধোনি-রায়নার যুগলবন্দি শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও তাঁরা একে অপরের ভাল বন্ধু। একই ভাবে দুই স্ত্রী সাক্ষী ও প্রিয়াঙ্কারও রয়েছে দুর্দান্ত সখ্য। সেই পথেই জিভা-গ্রেসিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
BFF Goals! Suresh Raina and MS Dhoni’s daughters chilling together is super aww-dorable

সোশ্যাল মিডিয়ায় সুপারহিট রায়না-ধোনি কন্যার ছবি

চেন্নাই সুপার কিংসের স্টার ব্য়াটসম্যান সুরেশ রায়না তাঁর ও মহেন্দ্র সিং ধোনির কন্যার ছবি পোস্ট করেছেন ট্যুইটারে। ছবিতে দেখা যাচ্ছে গ্রেসিয়া ও জিভা বিছানায় শুয়ে ট্যাবলেটে খেলা দেখছেন। গ্রেসিয়া-জিভাকে শহরের নতুন বেস্ট ফ্রেন্ড ফরএভার (বিএফএফ) বলেই আখ্যা দিয়েছেন রায়না । এরই সঙ্গে বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান লিখেছেন যে, দুই কন্যা বেঙ্গালুরু আর চেন্নাই ম্যাচের হাইলাইট দেখতেই ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো সুপারহিট রায়না-ধোনি কন্যার ছবি।

Advertisment

ধোনি-রায়নার যুগলবন্দি শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও তাঁরা একে অপরের ভাল বন্ধু। একই ভাবে দুই স্ত্রী সাক্ষী ও প্রিয়াঙ্কারও রয়েছে দুর্দান্ত সখ্য। সেই পথেই জিভা-গ্রেসিয়া। অন্যদিকে আবার ধোনিকে দেখা গিয়েছে হেয়ার ড্রায়ার দিয়েই মেয়ের চুল শুকিয়ে দিচ্ছেন। কর্তব্যবান বাবার ভূমিকাতেও মাহি অতুলনীয়। ধোনি ও রায়না দুজনেই কন্যা বলতে অজ্ঞান। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সঙ্গেই ছবি পোস্ট করেন তাঁরা।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: মাঠে ধোনি-কোহলি, ‌স্ট্যান্ডে কী করলেন সাক্ষী-অনুষ্কা

Game over, had a nice sleep now back to Daddy’s duties

A post shared by M S Dhoni (@mahi7781) on

আইপিএল মানে শুধুই খেলা নয়। খেলার বাইরেও একটা জগত রয়েছে। যেখানে ক্রিকেটারদের ছবি ও মজার ভিডিও নিয়েই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। যেহেতু তাঁরাই অনেকের কাছে আইকন সেহেতু তাঁদের কার্যকলাপও আলাদাভাবেই নজর কাড়ে।

আরও পড়ুন, ধোনিকে নিয়ে কি বললেন জিভা, দেখুন ভিডিওটি

MS DHONI Suresh Raina
Advertisment