Advertisment

আইপিএল ২০১৮: রেকর্ড বুকে নাম তুলে এবার কোহলিকে ছুঁলেন বাটলার

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে ব্রিটিশ ব্যাটসম্যান জোস বাটলার। শুক্রবার সোয়াই মানসিং স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পাশাপাশি একটি আইপিএল রেকর্ডও গড়ে ফেললেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2018: Jos Buttler Joins Virat Kohli With THIS IPL Record Against MS Dhoni's CSK!

আইপিএল ২০১৮: রেকর্ড বুকে নাম তুলে কোহলিকে ছুঁলেন বাটলার

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ব্রিটিশ ব্যাটসম্যান জোস বাটলার। শুক্রবার সোয়াই মানসিং স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক নতুন আইপিএল রেকর্ড গড়ে ফেললেন তিনি। এদিনের রোমাঞ্চকর ইনিংসটি সমেত টানা চারটি ম্যাচে হাফ-সেঞ্চুরি করা হয়ে গেল টনটনের এই বছর সাতাশের ব্যাটসম্যানের। এর আগে ২০১৬-তে এই টুর্নামেন্টে টানা চারটি ম্যাচে অর্ধ-শতরানের নজির রয়েছে বিরাট কোহলির। নতুন এই রেকর্ড করে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনকেই স্পর্শ করলেন বাটলার।

Advertisment

আগামী ম্যাচে যদি বাটলার ফের একটা হাফ-সেঞ্চুরি করতে পারেন তাহলে তিনি যুগ্মভাবে বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে আইপিএলে সর্বাধিক ধারাবাহিক অর্ধ-শতরানকারী ক্রিকেটার হয়ে যাবেন। বীরু ২০১২-তে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে টানা পাঁচ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন।ইংল্যান্ডের ক্রিকেটাররা সাধারণত স্পিনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু বাটলারের নতুন ইনিংসগুলি সেই প্রাচীন ধারণাতে কুঠারাঘাত করেছে। শেষ ১১টি ম্যাচে ৪১.৭৭-এর গড় রানে বাটলারের ব্যাট থেকে এসেছে মোট ৩৭৮ রান।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: এ যেন ক্যাচের খেল! দেখালেন মায়াঙ্ক-মনোজ-গেইল

শুক্রবার এক বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান।এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। শেন ওয়াটসন (৩৯), সুরেশ রায়না (৫২), ধোনি (৩৩) ও স্যাম বিলিংসের (২৭) ব্যাটে ভর করে চেন্নাই চার উইকেট হারিয়ে ১৭৬ তোলে। জবাবে রাজস্থানের হয়ে একাই খেলে দেন জোস বাটলার। ৬০ বলে ৯৫ রানের একটি চোখধাঁধানো অপরাজিত ইনিংস খেলে জিতিয়ে দেন রাহানেদের। বাকি ব্যাটসম্যানরাও এদিন বাটলারকে সঙ্গ দেন সাধ্যমতো।

Virat Kohli IPL 2018 Jos Buttler
Advertisment