New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/CSK.jpg)
আইপিএল ২০১৮: ফের একবার ধোনির পা ছুঁয়ে গেলেন ফ্যান, এবার একেবারে ডাগআউটে (ইন্ডিয়ান এক্সপ্রেসের হয়ে ছবিটি তুলেছেন পার্থ পাল।)
বিজয় হাজারে ট্রফিতে খেলার সময়ে হোক বা দেশের হয়ে ম্যাচের সময়ে, ধোনির পা স্পর্শ করার জন্য একাধিকবার গ্যালারি থেকে মাঠে ছুটে এসেছেন ফ্যানেরা। কলকাতা ম্যাচও একই ঘটনার সাক্ষী থাকল।
আইপিএল ২০১৮: ফের একবার ধোনির পা ছুঁয়ে গেলেন ফ্যান, এবার একেবারে ডাগআউটে (ইন্ডিয়ান এক্সপ্রেসের হয়ে ছবিটি তুলেছেন পার্থ পাল।)