Advertisment

আইপিএল ২০১৮: ওয়াংখেড়েতে ফের শচীন... শচীন গর্জন, যদিও কারণটা আলাদা

একসময় আসমুদ্র-হিমাচল তোলপাড় হত শচীন…শচীন গর্জনে। বাইশ গজের বিশ্বে দাপটের সঙ্গে ব্যাট শাসন করা মানুষটার জন্মদিনেও ফিরে এল সেই দৃশ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2018, MI vs SRH: Sachin Cuts Cake At Wankhede, Crowd Sing Birthday Song In Unison

আইপিএল ২০১৮: ওয়াংখেড়েতে ফের শচীন...শচীন গর্জন, যদিও কারণটা আলাদা

মঙ্গলবার ৪৫ বছরে পা রাখলেন শচীন। শেষ কয়েক বছর বার্থ-ডে ইভটা তিনি কাটান ঘরের মাঠ ওয়াংখেড়েতে। মুম্বই ইন্ডিয়ান্সের আইকন ও মেন্টর হিসেবে এবারও তিনি বিশেষ দিনে রোহিত শর্মাদের ডাগআউটে ছিলেন।

Advertisment

বিশ্বের যে প্রান্তেই খেলেছেন মাস্টার ব্লাস্টার সেখানেই শুনেছেন শচীন...শচীন গর্জন। ভারতের প্রায় প্রতিটি স্টেডিয়ামই শচীনের নামে জয়ধ্বনি দিয়েছে। ওয়াংখেড়ের কথাটা যদিও আলাদা। এখানকার ঘরের ছেলে তিনি। ‘ক্রিকেট ঈশ্বর’-এর জন্মদিনেও ওয়াংখেড়েতে উঠল শচীন...শচীন চিৎকার। সঙ্গে জুড়ল ‘হ্যাপি বার্থ ডে শচীন।’

আরও পড়ুন, হ্যাপি বার্থডে শচীন: মাস্টার ব্লাস্টারের ৪৫তম জন্মদিনের কিছু ছবি

"Happy Birthday, dear @sachin_rt" -- 33,000 people wished the Master in unison last night. Truly special.#CricketMeriJaan #MumbaiIndians pic.twitter.com/hy0wy8cwg1

— Mumbai Indians (@mipaltan) April 25, 2018

২০১৩-তে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানান শচীন। ২০০টি টেস্ট ম্যাচ খেলেই গ্লাভস জোড়া তুলে রাখেন বিশ্বের একমাত্র শততম সেঞ্চুরির মালিক।আজও শচীনের জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাটা পড়েনি। তাঁর এক নম্বর ফ্যান সুধীর গৌতম সেই আগের মতোই তেরঙা ওড়ালেন গুরু মন্ত্র উচ্চারণ করে। এদিন মাঠে কেকও কাটলেন শচীন।

আরও পড়ুন, সেদিন ব্য়াট হাতে রূপকথা লিখেছিল দুই কিশোর

আজও শচীনের ফ্যানেরা মনে করেন, ক্রিকেট যদি ধর্ম হয় তাহলে শচীন তাঁর একমাত্র আরাধ্য দেবতা। একসময় আসমুদ্রহিমাচল তোলপাড় হত শচীন…শচীন গর্জনে। বাইশ গজের বিশ্বে ব্যাট হাতে দাপটের সঙ্গে শাসন করা মানুষটার জন্মদিনেও ফিরে এল সেই দৃশ্য। এই মাঠেই শেষবার দেশের জার্সিতে নেমেছিলেন আধুনিক ক্রিকেটের ডন।

IPL 2018 Mumbai Indians Sachin Tendulkar
Advertisment