এই মুহূর্তে আইপিএল ইলেভেনে আম্বাতি রায়ডুর দখলে সবচেয়ে বেশি রান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ছ ম্যাচ খেলে ২৮৩ রান করা হয়ে গেল তাঁর। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে রায়ডু এবি ডিভিলিয়ার্সের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন। যদিও এবিডি তাঁর থেকে মাত্র তিন রান কম করে দু নম্বরে।
আইপিএল ২০১৮: কেন অরেঞ্জ ক্যাপ পরতে অস্বীকার করলেন কোহলি!
তিন নম্বরে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল। সাত ম্যাচে তাঁর সংগ্রহ ২৬৮। চার নম্বরে বিরাজমান কেন উইলিয়ামসন। হায়দরাবাদের অধিপতির ঝুলিতে রয়েছে ২৫৯ রান। সাত ম্যাচ খেলেছেন তিনিও। প্রথম পাঁচে রয়েছেন আরও এক পাঞ্জাবের ব্যাটসম্যান। ঘটনাচক্রে এই তালিকায় পাঁচ নম্বরে বিরাজমান তিনি। দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির সৌজন্যে ক্রিস গেইল করেছেন চার ম্যাচে ২৫২। যদিও সেরা দশে কলকাতা নাইট রাইডার্সের কোনও ব্যাটসম্যানই ঠাঁই পাননি।
আইপিএল ২০১৮: রায়নাকে ছাপিয়ে মগডালে কোহলি
ফি-বছর টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিককে অরেঞ্জ ক্যাপের পুরস্কার দেওয়া হয়। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। ১৪ ইনিংসে ৫৮.২৭-এর গড়ে ৬৪১ করেছিলেন তিনি।
Orange Cap IPL 2018: Most Runs
Players |
Matches |
Runs |
HS |
Ambati Rayudu (CSK) |
6 |
283 |
82 |
AB de Villiers (RCB) |
6 |
280 |
90* |
KL Rahul (KXIP) |
7 |
268 |
60 |
Kane Williamson (SRH) |
7 |
259 |
84 |
Chris Gayle (KXIP) |
4 |
252 |
104 |
Virat Kohli (RCB) |
6 |
249 |
92* |
Shreyas Iyer |
7 |
244 |
93 |
Sanju Samson |
6 |
239 |
92 |
Suryakumar Yadav |
6 |
230 |
72 |
Rishabh Pant (DD) |
7 |
227 |
85 |
আরও পড়ুন:
আইপিএল ২০১৮: ফ্যানের বয়স ৯৩, শুধু শেহওয়াগের জন্য মাঠে এলেন
আইপিএল ২০১৮: ডিজে ব্র্যাভোর নতুন গান, পা মেলালেন কোহলি-ভাজ্জি-রাহুল