/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/Yousuf-Pathan.jpg)
আইপিএল ২০১৮: এক হাতে ক্যাচ নিয়ে বিরাটকে ফেরালেন পাঠান, তাজ্জব সোশ্যাল মিডিয়া
এক হাতে ক্যাচ নিয়ে বিরাট কোহলিকে আউট করলেন ইউসুফ পাঠান। চলতি আইপিএলের অন্যতম সেরা ক্যাচের দাবিদার এবার তিনিও তিনি। পাঠানের ক্যাচ নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা চলছে। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই চমকে দেওয়া ক্যাচটি নিয়েছেন পাঠান।
— Faizal Khan (@faizalkhanm9) May 7, 2018
এদিন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। অধিনায়ক উইলিয়ামসন (৩৯ বলে ৫৬) ও সাকিব আল হাসানের (৩২ বলে ৩৫) ব্যাটে ভর করে সানরাইজার্স ১৪৬ রান তোলে। হায়দরাবাদের রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর। ক্যাপ্টেন কোহলি (৩০ বলে ৩৯) ও কলিন দে গ্র্যান্ডহোমই (২৯ বলে ৩৩) একমাত্র বলার মতো স্কোর করেন। আরসিবি-র লড়াই ১৪১ রানে শেষ হয়ে যায় ছয় উইকেট হারিয়ে।
কোহলি আউট হন ম্যাচের ১০ নম্বর ওভারে। সাকিবের বলে তুলে মারতে গিয়েছিলেন কোহলি। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে সংযোগ না-হওয়ায় বলটা উঠে যায়। শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা পাঠান এক হাতে সেই ক্যাচটি নিয়ে নেন। চলতি আইপিএলে ট্রেন্ট বোল্টও এরকম এক হাতে ক্যাচ নিয়েই বিরাটকে আউট করেছিলেন। এবার পাঠকই দেখে বিচার করুন কোন ক্যাচটা সেরা!
আরও পড়ুন, আইপিএল ২০১৮: এ যেন ক্যাচের খেল! দেখালেন মায়াঙ্ক-মনোজ-গেইল