Advertisment

IPL 2019: দেশের এই সফল জুটিকে একসঙ্গে দেখতে চান ফ্যানেরা

২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভুলতে পারবেন না কোনও ভারতীয়ই। সেদিন রাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ধোনির গগনচুম্বী ছক্কায় ভারতের মাথায় উঠেছিল বাইশ গজের শ্রেষ্ঠত্বের শিরোপা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IPL 2019: দেশের এই সফল জুটিকে এবার হলুদ জার্সিতে দেখতে চায় ফ্যানেরা (ছবি টুইটার)

২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভুলতে পারবেন না কোনও ভারতীয়ই। সেদিন রাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ধোনির গগনচুম্বী ছক্কায় ভারতের মাথায় উঠেছিল বাইশ গজের শ্রেষ্ঠত্বের শিরোপা। আর নন স্ট্রাইকিং এন্ডে যে মানুষটা উল্লাসে ফেটে পড়েছিলেন তিনি যুবরাজ সিং। ফাইনালেও ২১ রানের ক্যামিও ইনিংস খেলে নিজের ছাপ রেখেছিলেন যুবি।

Advertisment

ধোনি-যুবির ডাবল ধামাকায় ভারত একাধিক জয় ছিনিয়ে এনেছে অতীতে। নীল জার্সির যুগলবন্দি এবার হলুদ জার্সিতেই দেখতে চাইছেন ফ্যানেরা। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা চাইছেন ২০১৯ আইপিএল-এ যুবরাজ সিং খেলুক তাঁদের দলের হয়েই। সিএসকে টুইট করে ফ্যানেদের থেকে জানতে চেয়েছিল, এবারের আইপিএল-এ তাঁরা কাকে টিমে দেখতে চান? সেখানে যুবির নামেই ঝড় উঠেছে।

আরও পড়ুন: IPL 2019: দর কমালেন যুবি, খেলবেন না ম্যাক্সওয়েল-ফিঞ্চ

যুবরাজ সিং গতবছর দু’কোটি টাকার বেসপ্রাইজে নিজের নাম রেখেছিলেন। খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। কিন্তু আইপিএল ইলেভেন দেখেছে যুবির হতশ্রী পারফরম্যান্স। এবছরের শুরুতেই প্রীতির দল তাঁকে ছেড়ে দিয়েছে। যুবিও নিজেও দর কমিয়েছেন। এক ধাপে এক কোটির বেসপ্রাইজে নেমে এসেছেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে বসবে আইপিএল-এর নিলাম। এখন দেখার ফ্যানেদের চাহিদার কথা মাথায় রেখে সিএসকে যুবিকে দলে নেয় কি না!

Yuvraj Singh IPL 2018 CSK MS DHONI
Advertisment