/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/MS-Dhoni-and-Yuvraj-Singh.jpg)
IPL 2019: দেশের এই সফল জুটিকে এবার হলুদ জার্সিতে দেখতে চায় ফ্যানেরা (ছবি টুইটার)
২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভুলতে পারবেন না কোনও ভারতীয়ই। সেদিন রাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ধোনির গগনচুম্বী ছক্কায় ভারতের মাথায় উঠেছিল বাইশ গজের শ্রেষ্ঠত্বের শিরোপা। আর নন স্ট্রাইকিং এন্ডে যে মানুষটা উল্লাসে ফেটে পড়েছিলেন তিনি যুবরাজ সিং। ফাইনালেও ২১ রানের ক্যামিও ইনিংস খেলে নিজের ছাপ রেখেছিলেন যুবি।
ধোনি-যুবির ডাবল ধামাকায় ভারত একাধিক জয় ছিনিয়ে এনেছে অতীতে। নীল জার্সির যুগলবন্দি এবার হলুদ জার্সিতেই দেখতে চাইছেন ফ্যানেরা। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা চাইছেন ২০১৯ আইপিএল-এ যুবরাজ সিং খেলুক তাঁদের দলের হয়েই। সিএসকে টুইট করে ফ্যানেদের থেকে জানতে চেয়েছিল, এবারের আইপিএল-এ তাঁরা কাকে টিমে দেখতে চান? সেখানে যুবির নামেই ঝড় উঠেছে।
আরও পড়ুন: IPL 2019: দর কমালেন যুবি, খেলবেন না ম্যাক্সওয়েল-ফিঞ্চ
Ahoy #WhistlePoduArmy, who's that one Lion you badly wanna see in #yellove this summer? #WhistlePodu and vote away at https://t.co/PpKTPCnYuG. ???????? pic.twitter.com/wgJgK9INyR
— Chennai Super Kings (@ChennaiIPL) December 13, 2018
— kathirsam (@kathirsam7) December 13, 2018
yuvi..plz,???? pic.twitter.com/j0hgFB9vma
— Rudra Lion's Empire (@LionRudra) December 13, 2018
@YUVSTRONG12 .Of course Yuvraj should be in the yellow jersey for the deadly combo.@msdhoni and @YUVSTRONG12 .the bowlers hands should tremble to break their partnership.Please do buy yuvi to @ChennaiIPL and make him be the invincible hero and @jayadevunadkat... pic.twitter.com/Z8sE97LzL9
— saadvig msvjcr7 (@gentleman_msvj) December 13, 2018
যুবরাজ সিং গতবছর দু’কোটি টাকার বেসপ্রাইজে নিজের নাম রেখেছিলেন। খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। কিন্তু আইপিএল ইলেভেন দেখেছে যুবির হতশ্রী পারফরম্যান্স। এবছরের শুরুতেই প্রীতির দল তাঁকে ছেড়ে দিয়েছে। যুবিও নিজেও দর কমিয়েছেন। এক ধাপে এক কোটির বেসপ্রাইজে নেমে এসেছেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে বসবে আইপিএল-এর নিলাম। এখন দেখার ফ্যানেদের চাহিদার কথা মাথায় রেখে সিএসকে যুবিকে দলে নেয় কি না!