scorecardresearch

বড় খবর

IPL 2019: তারকা পেসারকে সঙ্গে নিয়ে ফাইনালে নামছেন ধোনি, রণকৌশল ফাঁস ম্যাচের আগেই

IPL 2019: ফাইনাল খেলা হচ্ছে হায়দরাবাদে। ফলে হোম অ্যাডভান্টেজ বিষয়টিই থাকছে না দু-দলের কাছে। ঘটনাচক্রে, এই ভেন্যুতেই একবছর আগে ধোনি, রোহিত শর্মা আইপিএল-ফাইনাল যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।

MS Dhoni
ধোনি বদলে ফেলেছেব নিজিকে, বলছেন বন্ধু (ফেসবুক)
আইপিএলের ফাইনালে ফের একবার ‘এল ক্ল্যাসিকো’। রবিবাসরীয় মহারণে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে, চেন্নাইয়ের নজর নিজেদের দখলে ট্রফি রাখা। অন্যদিকে, রেকর্ড সংখ্যক চতুর্থবার ট্রফি জিততে মরিয়া রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মহারণে চেন্নাই একাদশে সম্ভবত একটিই পরিবর্তন হচ্ছে। এমনই খবর সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে। জানা গিয়েছে, অফ ফর্মে থাকা শার্দুল ঠাকুরকে বসিয়ে প্রথম একাদশে নিয়ে আসা হতে পারে মোহিত শর্মাকে। অন্তত, চেন্নাই থিঙ্কট্যাঙ্কের পরিকল্পনা এমনটাই।

IPL 2019: কোহলিকে ব্যঙ্গ করে বিপাকে হরভজন, ফাইনালে নামার আগেই সমালোচিত তারকা

এমনিতেই ফাইনাল খেলা হচ্ছে হায়দরাবাদে। ফলে হোম অ্যাডভান্টেজ বিষয়টিই থাকছে না দু-দলের কাছে। ঘটনাচক্রে, এই ভেন্যুতেই একবছর আগে ২০১৭-তে ধোনি, রোহিত শর্মা আইপিএল-ফাইনাল যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তখন অবশ্য ধোনি পুণে সুপার জায়ান্টসের জার্সিতে খেলতেন। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে জিতে শেষ হাসি হেসেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

যাইহোক, রবিবার ফাইনালে প্রথম একাদশে মোহিত শর্মাকে দেখা যেতেই পারে। এমনিতেই হায়দরাবাদের পিচ বেশ মন্থর। এমন পিচে মোহিত শর্মার মতো মিলিটারি পেসাররা সুবিধা পেতে পারেন। পাশাপাশি, বলের গতির হেরফের ঘটিয়ে বিপক্ষ ব্যাটসম্যানদের সামনে সমস্যা তৈরি করতে দক্ষ মোহিত। হরিয়ানার পেসার থাকলে স্লগ ওভারের জন্য দীপক চাহারকে বাঁচিয়ে রাখার পরিবর্তে আরও আক্রমণাত্মক বোলিং স্ট্র্যাটেজিও তৈরি করতে পারবেন ধোনি। পাশাপাশি, লোয়ার অর্ডারে মোহিত শর্মার ব্যাটের হাতও বেশ ভাল।

অন্যদিকে, শার্দুল ঠাকুর বল হাতে মোটেই ছন্দে নেই। শুক্রবারেই দিল্লির বিরুদ্ধেও নড়বড়ে বোলিং করেছেন শার্দুল। এতটাই ছন্দহীন দেখিয়েছে মুম্বই পেসারকে, যে নিজের পুরো ওভারের কোটাও শেষ করাননি ধোনি। সবমিলিয়ে ফাইনালে মোহিত ইন ও শার্দুল আউট হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2019 dhoni may include mohit sharma in place of shardul thakur