New Update

ফোটোশপড করা অনুষ্কার সিএসকে জার্সি ভাইরাল (ছবি- ইনস্টাগ্রাম)
ঘটনা হল, অনুষ্কার সিএসকে-র জার্সি পরিহিত এই ছবি এবারেই প্রথম নয়। আগের বারেও এমন সময়ে ভাইরাল হয়েছিল। সেবারেও কোহলিরা জঘন্য পারফরম্যান্স মেলে ধরছিলেন একের পর এক ম্যাচে।
ফোটোশপড করা অনুষ্কার সিএসকে জার্সি ভাইরাল (ছবি- ইনস্টাগ্রাম)
বিরাট কোহলির সঙ্গে কী অনুষ্কা শর্মার সম্পর্ক বিগড়োতে শুরু করেছে! এমনই খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। অনুষ্কা শর্মার একটি ছবি ভাইরাল হয়েছে নেট-জগতে! সেখানে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মা সিএসকে-র জার্সি পড়ে ঘুরছেন। অনুষ্কার সেই জার্সি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী কোহলিদের ক্রমান্বয়ে হারে বিরক্ত হয়ে শত্রু ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাচ্ছে তাঁকে।
বিরাট কোহলির দল প্রতিবারের মতো এবারেও আইপিএল অভিশাপ বয়ে চলেছে। পরপর হাফডজন হারে আইপিএল ইতিহাসে এবারে যদিও আগের মতো নিকৃষ্ট পারফরম্যান্সকে পেরিয়ে গিয়েছে আরসিবি। কোহলি, ডিভিলিয়ার্সরা ব্যাটে ভরসা দেওয়ার ইঙ্গিত দিলেও বোলাররা প্রত্যাশিত মানে পৌঁছতেই পারছেন না। এমন অবস্থাতেই অনুষ্কা শর্মার আগমন সিএসকে জার্সিতে।
ঘটনা হল, অনুষ্কার সিএসকে-র জার্সি পরিহিত এই ছবি এবারেই প্রথম নয়। আগের বারেও এমন সময়ে ভাইরাল হয়েছিল। সেবারেও কোহলিরা জঘন্য পারফরম্যান্স মেলে ধরছিলেন একের পর এক ম্যাচে। ঘটনা হল, অনুষ্কা কোনও একটি অনুষ্ঠানে এক ভক্তের সঙ্গে হলুদ রংয়ের টপ পরে ছবি তুলেছিলেন। কোনও অত্য়ুৎসাহী সমর্থক অনুষ্কার সেই হলুদ টপেই সিএসকে লোগো লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তারপর থেকেই অনুষ্কার সেই ছবি ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়।
গতবারে অনুষ্কার এমন ফোটোশপড ছবিই শেয়ার করে লেখা হয়, কোহলিদের পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ অনুষ্কারা। তাই সিএসকে-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেব অভিনেত্রী। তারপরে অবশ্য আসল ঘটনা জানা যায়।
চলতি টুর্নামেন্টেও কোহলিদের খারাপ ফর্ম অব্যাহত। তাই ফিরে এসেছে সেই ছবি।