সদ্যসমাপ্ত আইপিএল দেখল ইমরান তাহিরের ক্যারিশ্মা। দেখতে গেলে এক নতুন তাহিরের জন্ম দিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তোলার অন্যতম কারিগর এই দক্ষিণ আফ্রিকার স্পিনার।
আসন্ন বিশ্বকাপে তিনিই হতে চলেছেন ফাফ দুপ্লেসিসের দলের অন্যতম যোদ্ধা। তাহিরের প্রাণশক্তি আর পারফরম্যান্স দেখে বোঝা যায়নি যে, তিনি বছর চল্লিশের ক্রিকেটার। আইপিএল টুয়েলভে তাঁকে দেখে মনে হয়েছে তিনি কুড়ির কোঠায়। একাধিক রেকর্ড করেই তিনি আইপিএলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেন।
আরও পড়ুন: গাড়ি নিয়ে গেলেন রাসেল, বাকিরা কে কী পেলেন?
কী কী রেকর্ড করলেন তাহির?
* ফাইনালের দিনও দুই উইকেট পেয়েছেন তাহির। স্বদেশীয় সতীর্থ কাগিসো রাবাদাকে টপকে আইপিএলের দ্বাদশ সংস্করণে পার্পল ক্যাপ ছিনিয়ে নিয়েছেন তিনি। ১৫ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে বেগুনি টুপি রাখলেন নিজের মাথায়। ট্রফি আর ১০ লক্ষ টাকা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তিনি।
* আইপিএলের ইতিহাসে প্রজ্ঞান ওঝার পর দ্বিতীয় স্পিনার হিসেবে তাহির পার্পল ক্যাপ পেলেন।
* তাহিরের আগে কোনও স্পিনার আইপিএলে এত বেশি উইকেট নেওয়ার নজির গড়েননি। অতীতে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার যুগ্ম রেকর্ড ছিল সুনীল নারিন ও হরভজন সিংয়ের। দু'জনেই ২৪টি করে উইকেট নিয়েছিলেন।
*৪০ বছর বয়সে কোনও ক্রিকেটার আইপিএল ফাইনাল খেলেননি এর আগে। সবচেয়ে বেশি বয়সে আইপিএল ফাইনাল খেলার নজির ছিল মাইকেল হাসির। অজি ব্যাটসম্য়ান ৩৯ বছর বয়সে চেন্নাইয়ের জার্সিতে আইপিএল ফাইনাল খেলেছিলেন তখন। তাঁকেই ছাপিয়ে গেলেন তাহির।
আইপিএলের এক মরসুমে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন:
১) ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস, ২০১৯) ২৬টি
২) সুনীল নারিন (কলকাতা নাইট রাইডার্স, ২০১২) ২৪টি
৩) হরভজন সিং (চেন্নাই সুপার কিংস, ২০১৩) ২৪টি
৪) যুজবেন্দ্র চাহাল (রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০১৫) ২৪টি
৫) সুনীল নারিন (কলকাতা নাইট রাইডার্স, ২০১৩) ২২টি