Advertisment

IPL 2019: কেকেআরের প্রত্য়াবর্তন ঘটবেই, ভরসা দিচ্ছেন মহারাজ

কেকেআর হোক বা ঋষভ পন্থ। সেখান থেকে বিশ্বকাপে ভারতের সম্ভবনা। সমস্ত বিষয় নিয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র সঙ্গে একান্তে কথা বললেন সৌরভ।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

যুব ফুটবল লিগের উন্মোচনে সৌরভ (এক্সপ্রেস ছবি)

ঋষভ পন্থের উপরে কোনও অবিচার হয়নি। সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে রয়েছে ওর।

Advertisment

ভারত বিশ্বকাপে দারুণ দল। সফল হওয়ার সমস্ত সম্ভবনা রয়েছে।

একটা ম্যাচ জিতলেই কেকেআরের চেহারা বদলে যাবে।

- বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার যুব ফুটবল লিগের লঞ্চিংয়ে এসে সোজা সাপটা মহারাজা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে একান্ত সাক্ষাৎকারে জানিয়ে দিলেন ঋষভ পন্থকে নিয়ে তাঁর 'মন কী বাত'! দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে ঋষভ, শ্রেয়স, পৃথ্বী শ-দের মতো উঠতি তারকাদের নিজের হাতে গড়ে পিঠে তুলছেন। ভবিষ্যতের তারকারা তৈরি হচ্ছেন মহারাজের পাঠশালাতেই। এই প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায় দলগত সংহতিকে সাফল্যের কারণ বলছেন, "এটা সকলের সম্মিলীত প্রচেষ্টার ফল। একা তো কোচ বা মেন্টরেকর পক্ষে কিছু করা সম্ভব নয়। প্লেয়ার, কোচ সকলেই দলগত প্রচেষ্টার ফলে দিল্লি এত সফল। এখনও পর্যন্ত দল ভালই খেলছে।"

আরও পড়ুন ছাত্র রোহিতের চোটে স্বপ্নপূরণ পুত্র সিদ্ধেশের, দোলাচলে কোচ

বিশ্বকাপে দল নির্বাচন ইস্তক বিতর্ক চলছে। চার নম্বরে আম্বাতি রায়ডু নাকি বিজয়শঙ্কর! এই বিতর্কের ইতি ঘটিয়ে নির্বাচকরা বিজয়শঙ্করকে বেছে নিয়েছেন। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের দক্ষতার জন্যই তামিলনাড়ুর অলরাউন্ডারকে নেওয়া হয়েছে। সেকথা স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক প্রধান। পাশাপাশি, দুরন্ত ফর্মে থাকা ঋষভ পন্থকে বাদ দিয়েও নির্বাচকরা ধোনির ডেপুটি হিসেবে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছেন দীনেশ কার্তিকরা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রিন্স অফ ক্যালকাটা-র বক্তব্য, "ঋষভের উপরে মোটেই অবিচার হয়নি। এখনও বহু বছর ক্রিকেট খেলতে পারবে। ২০ বছর বয়স। ঋষভ প্রকৃত অর্থেই একজন ম্যাচ উইনার।"

দেখুন ভিডিও...

দিল্লি উত্থান যদি রকেট গতি সদৃশ হয়, কেকেআর আবার তার উলটো। টানা পাঁচ ম্যাচ হারার পরে প্লে অফে ওঠার সুযোগ হাতছাড়া করার মুখে নাইটরা। যদিও সৌরভ মনে করেন, এমনটা হতেই পারে। তিনি বলছেন, "কেকেআর খুব ব্যালান্সড দল। এমন পারফরম্যান্স হতেই পারে। আমিও একসময় কেকেআরের সঙ্গে যুক্ত ছিলাম। তখনও টানা হেরেছি আমরা। একটা ম্যাচ জিতলেই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে।"

রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে চালু বিতর্কের মধ্যেই সৌরভ জানাচ্ছেন, "রাসেলকে কখন নামাতে হবে সেই বিষয়ে জ্যাক ক্যালিসকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে রাসেল পাঁচ ওভার খেলেও ম্যাচ জিতিয়েছে দলকে।" পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, "রাসেল ছাড়াও কেকেআরের ভাল ক্রিকেটার আছে- শুবমান গিল, রবিন উত্থাপ্পা, দীনেশ কার্তিক প্রত্যেকেই দারুণ ক্রিকেটার।"

সামনেই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে জাতীয় দলের প্রসঙ্গে সৌরভ জানাচ্ছেন, টুর্নামেন্ট জেতার অন্যতম বড় দাবিদার ভারত, "ভারতের ক্রিকেট দল যা শক্তিশালী, তাতে বিশ্বকাপ জেতার দাবিদার। ভারতের যা ক্রিকেটার রয়েছে, তাতে যেকোনও টুর্নামেন্টেই ভারত কনটেন্ডার।"

এদিকে, টানা আইপিএল। তারপরে সপ্তাহ দুয়েকের বিশ্রাম নিয়েই বিশ্বকাপে নেমে পড়তে হবে। তবে টানা খেলায় ক্লান্তি কোনও ফ্যাক্টর নয়। এমনটাই মনে করছেন তিনি। তাঁর বক্তব্য, "টানা আইপিএল খেলায় ক্লান্তি আসার কোনও ব্যাপার নেই। ক্রিকেটাররা প্রচণ্ড পেশাদার। এতে কোনও সমস্যা হবে না।"

ICC Sourav Ganguly KKR Kolkata Knight Riders Andre Russell Rishabh Pant Cricket World Cup
Advertisment