Advertisment

IPL 2019 MI vs RR Highlights: চাপের মুখে মুম্বইয়ের সামনে রয়্যালসকে জয় এনে দিলেন গোপাল

MI vs RR 2019 Match Highlights: দুরন্ত বাটলার। মুম্বই বোলারদের ছাতু করে একাই বাটলার সহজ লক্ষ্যের সামনে রাজস্থানকে নিয়ে গিয়েছিলেন। পরপর উইকেট হারিয়ে রাজস্থান সেই ম্যাচই কঠিন করে জিতল।

author-image
IE Bangla Web Desk
New Update
MI vs RR Live Score, IPL 2019 MI vs RR Live Score

MI vs RR Live Score, IPL 2019 MI vs RR Live Score

Mumbai Indians vs Rajasthan Royals Live Score: ওয়াংখেড়েতে এবার জিতল রয়্য়ালসরা। তিন বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে মুম্বই-বধ রয়্যালস ব্রিগেডের। বাটলারের দুর্ধর্ষ ইনিংসে মুম্বইয়ের ১৮৮ রানের লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গিয়েছিল রাজস্থান। সেখান থেকেই পরপর চার উইকেট হারিয়ে রয়্যালসরা সহজ জয় কঠিন করে ফেলেছিল। ক্রমশ চাপ বাড়াচ্ছিলেন হার্দিক, বুমরা, ক্রুনালরা। সেখান থেকে মাথা ঠাণ্ডা রেখে রাজস্থানকে জয় এনে দেন শ্রেয়স গোপাল। ৭ বলে ১৩ রান করেন তিনি।

Advertisment

Live IPL 2019: MI vs RR Playing 11 Highlights

অন্যদিকে, প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে রাজস্থান রয়্যালসকে মুম্বইতে জিততেই হত। সেই মরণ-বাঁচন ম্যাচেই তাই এবার এল জয়।

Live Blog



























19:56 (IST)13 Apr 19










































প্রথম অ্যাওয়ে জয় রয়্যালসের

19:43 (IST)13 Apr 19










































চার উইকেটে জয় রাজস্থানের

প্রচণ্ড চাপের ম্যাচে হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরে রাজস্থানকে জয় এনে দেন শ্রেয়স গোপাল। তিন বল বাকি থাকতে হাতে চার উইকেট নিয়ে ওয়াংখেড়ে জয় রয়্যালসের।

19:36 (IST)13 Apr 19










































গোপালের ব্যাটে চার

শেষ ওভারে জয়ের জন্য় রাজস্থানের প্রয়োজন ৬ রান। বুমরার ওভারে চাপের মুহূর্তে শ্রেয়স গোপাল বাউন্ডারি মেরে স্বস্তি এনে দেন রাজস্থানকে।

19:28 (IST)13 Apr 19










































পরপর চার উইকেট হারিয়ে চাপে রাজস্থান

ক্রুনাল পাণ্ডিয়ার ১৮তম ওভারে প্রথম বলে আউট হয়েছিলেন রাহুল ত্রিপাঠী। শেষ বলে আউট লিভিংস্টোন। আর বুমরার ওভারের প্রথম বলেই আউট স্মিথ। এই নিয়ে শেষ তিন ওভারে চার উইকেট হারাতে হল রাজস্থানকে। সহজ জয় কীভাবে মাঠে ফেলে আসতে হয়, তার উদাহরণ রেখে আসছে রাজস্থান।

19:22 (IST)13 Apr 19










































আউট ত্রিপাঠী

ক্রুনাল পাণ্ডিয়ার বল সুইপ করে মারতে গিয়ে ক্য়াচ আউট রাহুল। রাহানেদের হাত থেকে সহজ জয় পিছলে যাচ্ছে না তো!

19:20 (IST)13 Apr 19










































বুমরার ভেলকি

ক্রিজে টিকে যাওয়া সঞ্জু স্যামসনকে ফিরিয়ে মুম্বইয়ের আশা বাঁচিয়ে রাখলেন জসপ্রীত বুমরা। স্টিভ স্মিথের সঙ্গে ক্রিজে ব্য়াট করতে এলেন রাহুল ত্রিপাঠী। রাজস্থানের জয়ের জন্য শেষ ৩ ওভারে প্রয়োজন ১৭ রান। পুরো ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট!

19:12 (IST)13 Apr 19










































রোহিতের চালেও আটকাচ্ছে না রান

ক্লোজ ইন পজিশনে পাঁচজনকে নিয়ে এলেন রোহিত। প্রতিপক্ষ যাতে সহজে সিঙ্গলস রান চুরি করতে না পারেন, তাই রোহিতের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। তা সত্ত্বেও স্মিথ-স্যামসনদের আটকাতে ব্যর্থ মুম্বই। ক্রুনাল পাণ্ডিয়ার ওভারেই রাজস্থান তুলল ১০ রান। শেষ চার ওভারে রাজস্থানের প্রয়োজন ২০ রান।

19:07 (IST)13 Apr 19










































সহজ সমীকরণের সামনে রাজস্থান

জয়ের জন্য সহজ সমীকরণ রাজস্থানের সামনে। ৩২ বলে প্রয়োজন ৩১ রান। স্যামসনের সঙ্গে ক্রিজে ব্যাট করছেন স্টিভ স্মিথ। 

19:03 (IST)13 Apr 19










































সাইক্লোন তুলে আউট বাটলার

সাইক্লোন তুলে দিয়েছিলেন বাটলার। আলজারি জোসেফের এক ওভারে বাটলার তুলেছিলেন ২৮ রান। চারটে বাউন্ডারি দুটো ছক্কা সমেত। অসহায় লাগছিল রোহিতকে। ৪৩ বলে ৮৯ রান তোলার করে অবশ্য বাটলার আউট হন চাহারের বলে।

18:45 (IST)13 Apr 19










































বাটলারের হাফ সেঞ্চুরি

ক্যাপ্টেন ফিরে গিয়েছেন তো কি! বাটলার একাই মাঠ মাতিয়ে রেখেছেন ক্রুনাল হোক বা চাহার, বাটলারের ব্যাটের ঘায়ে মূর্চ্ছা যাচ্ছেন প্রত্যেকেই। ২৯ বলে ৫০ করে ফেললেন ইংরেজ তারকা। পাশাপাশি, রাজস্থানের দলগত স্কোর ১০০ পেরিয়ে গেল। বাটলারের সঙ্গে ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন।

18:34 (IST)13 Apr 19










































ক্রুনালের ব্রেক থ্রু

ক্রিজে ক্রমশ জমে বসছিলেন রাহানে ও বাটলার। ক্যাপ্টেন রোহিত আস্থা রেখেছিলেন ক্রুনালের উপরে। দ্বিতীয় বলেই ক্রুনাল ফিরিয়ে দিলেন ক্রমশ বিপজ্জনক হতে থাকা প্রতিপক্ষ দলনায়ককে (২১ বলে ৩৭)। লেগ স্ট্যাম্পের বল সুইপ করেছিলেন রাহানে। ডিপ মিড উইকেটে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে বিদায় রাহানের।

18:28 (IST)13 Apr 19










































লিডিং ফ্রম দ্য ফ্রন্ট

18:19 (IST)13 Apr 19










































যথাযথ শুরু বাটলারদের

প্রায় ২০০-র কাছাকাছি টার্গেট। বাটলার-রাহানে কিন্তু ঠিকঠাকভাবেই শুরু করেছেন ইনিংস। রাহানে (১৫) ও বাটলার (১৬) রানে ক্রিজে ব্যাট করছেন। রাজস্থান ৪.১ ওভার শেষে ৩৬।

18:17 (IST)13 Apr 19










































এবার ডিআরএসে বাঁচলেন বাটলার

প্রথম রিভিউতে শেষ হাসি হেসেছিল রাহানে। দ্বিতীয় রিভিউতেও বাটলাররা জিতলেন। রাহুল চাহারের বল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন বাটলার। বল ক্রিজে লাগে। আম্পায়ার নট আউট দিয়েছিলেন। রোহিররা রিভিউ নেওয়ার পরেও সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়।

18:07 (IST)13 Apr 19










































জোফ্রা-ফ্য়ান

18:04 (IST)13 Apr 19










































বাঁচলেন রাহানে

ডিআরএস নিয়ে বাঁচলেন রাহানে। জেসন বেহরেনডর্ফের বলে লেগ বিফোর হয়েছিলেন তিনি। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন। তবে সতীর্থ বাটলারের সঙ্গে আলোচনার পরে ডিআরএস নেন রাহানে। সেখানেই রিভিউতে দেখা যায় বল অফ স্ট্যাম্পের অনেকটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে।

17:43 (IST)13 Apr 19










































হার্দিকের ক্যামিও ইনিংসে মুম্বই ১৮৭

২০০-র ধারেপাশে না গেলেও হার্দিকের ১১ বলে  ২৮  রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে মুম্বই নির্ধারিত ২০ ওভারে  ১৮৮   রানের টার্গেট রাখল রাজস্থানের সামনে। ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক। জিততে হলে দারুণ ব্যাটিং প্রদর্শনী তুলে ধরতে হবে রাহানেদের।

17:39 (IST)13 Apr 19










































আউট ইষান কিষান

৩ বলে ৫ রান করে আউট ইশানও। ক্রিজে দুই ভাই হার্দিক ও ক্রুনাল।

17:33 (IST)13 Apr 19










































আউট ডিকক

রান তোলার গতি বাড়াতেই হত। সেই প্রচেষ্টা করতে গিয়েই আউট ক্রিজে জমে যাওয়া কুইন্টন ডিকক (৫১ বলে ৮১)।

17:32 (IST)13 Apr 19










































মুম্বই অনেকটাই শ্লথ

শুরুতে রোহিত-ডিককরা ঝড় তুলে দিলেও, শেষের দিকে রান রেট বাড়াতে পারছেন না মুম্বই ব্যাটসম্যানরা। নিয়ন্ত্রিত বোলিং করছেন উনাদকাররা। পোলার্ড ফিরে যাওয়ার পরে অনেকটাই শ্লথ মুম্বইয়ের ইনিংস।

17:22 (IST)13 Apr 19










































আউট পোলার্ড

ক্রিজে টিকে যাওয়া ডিককের সঙ্গে ব্যাট করছিলেন পোলার্ড। তবে খাপ খোলার আগেই আউট। স্বদেশীয় জোফ্রা আর্চারের বল তুলে মারতে গিয়ে শ্রেয়স গোপালের হাতে ক্যাচ তুলে বিদায় তারকার (১২ বলে ৬)। মুম্বই ১৩৮/৩

17:18 (IST)13 Apr 19










































নজর কাড়লেন শ্রেয়স গোপাল

শ্রেয়স গোপাল নিজের কোটার ওভার শেষ করে ফেললেন। খরচ করলেন মাত্র ২১ রান। মুম্বইয়ের রানের গতিতে ভালভাবে লাগাম পড়িয়ে রাখলেন তিনি। যদিও উইকেট পাননি। ক্রিজে রয়েছেন ডিকক ও পোলার্ড।

17:02 (IST)13 Apr 19










































সূর্যকুমার আউট

ধবল কুলকার্নির অফ কাটারে স্ট্যাম্প ছিটকে গেল সূর্যকুমার যাদবের (১০ বলে ১৬)। রোহিতের পরে দ্বিতীয় উইকেটের পতন মুম্বইয়ের।

16:56 (IST)13 Apr 19










































শিশুদের পাশে মালকিন নীতা

16:55 (IST)13 Apr 19










































ডিককের অর্ধশতরান, সেঞ্চুরি মুম্বইয়ের

ডিককের হাফসেঞ্চুরি, মুম্বইয়ের দলগত রানও ১০০ পেরোল। ডিককের (৩৫ বলে ৫১) সঙ্গে ক্রিজে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। ১২ ওভার শেষে মুম্বই ১০৪।

16:47 (IST)13 Apr 19










































রোহিত আউট

অর্ধশতরান থেকে মাত্র ৩ রান দূরে আউট রোহিত। মেজাজি ব্যাটিংয়ে ওয়াংখেড়ের মন জয় করে নিচ্ছিলেন তিনি। তবে জোফ্রা আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ তুলে আউট তিনি।

16:44 (IST)13 Apr 19










































হিটম্যান

প্রথম ওভারেই লিভিংস্টোন ১৩ রান দেওয়ায় তাঁর পরিবর্তে আনা হয়েছিল গৌথমকে। তবে হিটম্যানের মেজাজের সামনে রীতিমতো অসহায় তিনি। ১৬ রান বিলিয়ে দিলেন তিনি। দুটো বাউন্ডারি সমেত একটা বিশাল ছক্কা রোহিতের ব্যাট থেকে।

16:41 (IST)13 Apr 19










































শুধু রোহিতদের জন্য
16:37 (IST)13 Apr 19










































ডিকক ইজ অন ফায়ার

পেস ও মিডিয়ায় পেস বোলারদের পরে এবার রাহানে মুম্বইয়ের রানের গতিতে লাগাম টানতে জোড়া আক্রমণে এনেছিলেন শ্রেয়স গোপাল ও লিভিংস্টোনকে। গোপাল কৃপণ বোলিং করলেও লিভিংস্টোনকে জোড়া ছক্কা হাকালেন ডিকক। ৯ ওভার শেষে মুম্বই ৭৬।

16:28 (IST)13 Apr 19










































বোলিংয়ে বদল

গৌতম, কুলকার্নিদের বদলে রাহানে আক্রমণে আনলেন জয়দেব উনাদকার ও জোফ্রা আর্চারকে। তবে রোহিত-ডিককদের সমস্যায় ফেলতে ব্যর্থ তারা। ৬ ওভার পাওয়ার প্লে-র শেষে মুম্বই ৫৭/০। রোহিত (২৬) এবং ডিকক (৩১) রানে ব্য়াট করছেন।

16:23 (IST)13 Apr 19










































দোস্তি

দুই বন্ধুর পুনর্মিলন ওয়াংখেড়েতে

16:16 (IST)13 Apr 19










































মেজাজে রোহিত

চোট সারিয়ে দলে ফিরেছেন রোহিত। তারপরেই স্বমহিমায় তিনি। খেলা ধরে নিয়েছেন রোহিত-ডিককরা। ১৪ বলে রোহিত ব্যাট করছেন ২৪ রান। গৌতম, ধবল কুলকার্নিদের সামনে এখন বড়সড় চ্যালেঞ্জ দুজনের পার্টনারশিপ ভাঙার। ৪ ওভার শেষে মুম্বই ৪১।

16:03 (IST)13 Apr 19










































টস জিতে বল করবে রাজস্থান

ওয়াংখেড়েতে আজ ধুন্ধুমার লড়াই। রাজস্থান রয়্যালস টস জিতে বল করার সিদ্ধান্ত নিল। মুম্বই দলে চোট সারিয়ে ফিরলেন রোহিত শর্মা। রাজস্থান পাচ্ছে না বেন স্টোকসকে। রোহিতের ফেরা আর স্টোকসকে না-পাওয়া দু'দলেই বিশাল ফারাক গড়ে দেবে। একথা বলাই বাহুল্য। মুম্বই-রাজস্থানের প্রথম একাদশও দেখে নিন।

IPL Rajasthan Royals Mumbai Indians
Advertisment