New Update
IPL 2019 MI vs RR Highlights: চাপের মুখে মুম্বইয়ের সামনে রয়্যালসকে জয় এনে দিলেন গোপাল
MI vs RR 2019 Match Highlights: দুরন্ত বাটলার। মুম্বই বোলারদের ছাতু করে একাই বাটলার সহজ লক্ষ্যের সামনে রাজস্থানকে নিয়ে গিয়েছিলেন। পরপর উইকেট হারিয়ে রাজস্থান সেই ম্যাচই কঠিন করে জিতল।
Advertisment
প্রচণ্ড চাপের ম্যাচে হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরে রাজস্থানকে জয় এনে দেন শ্রেয়স গোপাল। তিন বল বাকি থাকতে হাতে চার উইকেট নিয়ে ওয়াংখেড়ে জয় রয়্যালসের।
শেষ ওভারে জয়ের জন্য় রাজস্থানের প্রয়োজন ৬ রান। বুমরার ওভারে চাপের মুহূর্তে শ্রেয়স গোপাল বাউন্ডারি মেরে স্বস্তি এনে দেন রাজস্থানকে।
ক্রুনাল পাণ্ডিয়ার ১৮তম ওভারে প্রথম বলে আউট হয়েছিলেন রাহুল ত্রিপাঠী। শেষ বলে আউট লিভিংস্টোন। আর বুমরার ওভারের প্রথম বলেই আউট স্মিথ। এই নিয়ে শেষ তিন ওভারে চার উইকেট হারাতে হল রাজস্থানকে। সহজ জয় কীভাবে মাঠে ফেলে আসতে হয়, তার উদাহরণ রেখে আসছে রাজস্থান।
ক্রুনাল পাণ্ডিয়ার বল সুইপ করে মারতে গিয়ে ক্য়াচ আউট রাহুল। রাহানেদের হাত থেকে সহজ জয় পিছলে যাচ্ছে না তো!
ক্রিজে টিকে যাওয়া সঞ্জু স্যামসনকে ফিরিয়ে মুম্বইয়ের আশা বাঁচিয়ে রাখলেন জসপ্রীত বুমরা। স্টিভ স্মিথের সঙ্গে ক্রিজে ব্য়াট করতে এলেন রাহুল ত্রিপাঠী। রাজস্থানের জয়ের জন্য শেষ ৩ ওভারে প্রয়োজন ১৭ রান। পুরো ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট!
ক্লোজ ইন পজিশনে পাঁচজনকে নিয়ে এলেন রোহিত। প্রতিপক্ষ যাতে সহজে সিঙ্গলস রান চুরি করতে না পারেন, তাই রোহিতের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। তা সত্ত্বেও স্মিথ-স্যামসনদের আটকাতে ব্যর্থ মুম্বই। ক্রুনাল পাণ্ডিয়ার ওভারেই রাজস্থান তুলল ১০ রান। শেষ চার ওভারে রাজস্থানের প্রয়োজন ২০ রান।
জয়ের জন্য সহজ সমীকরণ রাজস্থানের সামনে। ৩২ বলে প্রয়োজন ৩১ রান। স্যামসনের সঙ্গে ক্রিজে ব্যাট করছেন স্টিভ স্মিথ।
সাইক্লোন তুলে দিয়েছিলেন বাটলার। আলজারি জোসেফের এক ওভারে বাটলার তুলেছিলেন ২৮ রান। চারটে বাউন্ডারি দুটো ছক্কা সমেত। অসহায় লাগছিল রোহিতকে। ৪৩ বলে ৮৯ রান তোলার করে অবশ্য বাটলার আউট হন চাহারের বলে।
ক্যাপ্টেন ফিরে গিয়েছেন তো কি! বাটলার একাই মাঠ মাতিয়ে রেখেছেন ক্রুনাল হোক বা চাহার, বাটলারের ব্যাটের ঘায়ে মূর্চ্ছা যাচ্ছেন প্রত্যেকেই। ২৯ বলে ৫০ করে ফেললেন ইংরেজ তারকা। পাশাপাশি, রাজস্থানের দলগত স্কোর ১০০ পেরিয়ে গেল। বাটলারের সঙ্গে ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন।
ক্রিজে ক্রমশ জমে বসছিলেন রাহানে ও বাটলার। ক্যাপ্টেন রোহিত আস্থা রেখেছিলেন ক্রুনালের উপরে। দ্বিতীয় বলেই ক্রুনাল ফিরিয়ে দিলেন ক্রমশ বিপজ্জনক হতে থাকা প্রতিপক্ষ দলনায়ককে (২১ বলে ৩৭)। লেগ স্ট্যাম্পের বল সুইপ করেছিলেন রাহানে। ডিপ মিড উইকেটে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে বিদায় রাহানের।
প্রায় ২০০-র কাছাকাছি টার্গেট। বাটলার-রাহানে কিন্তু ঠিকঠাকভাবেই শুরু করেছেন ইনিংস। রাহানে (১৫) ও বাটলার (১৬) রানে ক্রিজে ব্যাট করছেন। রাজস্থান ৪.১ ওভার শেষে ৩৬।
প্রথম রিভিউতে শেষ হাসি হেসেছিল রাহানে। দ্বিতীয় রিভিউতেও বাটলাররা জিতলেন। রাহুল চাহারের বল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন বাটলার। বল ক্রিজে লাগে। আম্পায়ার নট আউট দিয়েছিলেন। রোহিররা রিভিউ নেওয়ার পরেও সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়।
ডিআরএস নিয়ে বাঁচলেন রাহানে। জেসন বেহরেনডর্ফের বলে লেগ বিফোর হয়েছিলেন তিনি। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন। তবে সতীর্থ বাটলারের সঙ্গে আলোচনার পরে ডিআরএস নেন রাহানে। সেখানেই রিভিউতে দেখা যায় বল অফ স্ট্যাম্পের অনেকটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে।
২০০-র ধারেপাশে না গেলেও হার্দিকের ১১ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রানের টার্গেট রাখল রাজস্থানের সামনে। ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক। জিততে হলে দারুণ ব্যাটিং প্রদর্শনী তুলে ধরতে হবে রাহানেদের।
৩ বলে ৫ রান করে আউট ইশানও। ক্রিজে দুই ভাই হার্দিক ও ক্রুনাল।
রান তোলার গতি বাড়াতেই হত। সেই প্রচেষ্টা করতে গিয়েই আউট ক্রিজে জমে যাওয়া কুইন্টন ডিকক (৫১ বলে ৮১)।
শুরুতে রোহিত-ডিককরা ঝড় তুলে দিলেও, শেষের দিকে রান রেট বাড়াতে পারছেন না মুম্বই ব্যাটসম্যানরা। নিয়ন্ত্রিত বোলিং করছেন উনাদকাররা। পোলার্ড ফিরে যাওয়ার পরে অনেকটাই শ্লথ মুম্বইয়ের ইনিংস।
ক্রিজে টিকে যাওয়া ডিককের সঙ্গে ব্যাট করছিলেন পোলার্ড। তবে খাপ খোলার আগেই আউট। স্বদেশীয় জোফ্রা আর্চারের বল তুলে মারতে গিয়ে শ্রেয়স গোপালের হাতে ক্যাচ তুলে বিদায় তারকার (১২ বলে ৬)। মুম্বই ১৩৮/৩
শ্রেয়স গোপাল নিজের কোটার ওভার শেষ করে ফেললেন। খরচ করলেন মাত্র ২১ রান। মুম্বইয়ের রানের গতিতে ভালভাবে লাগাম পড়িয়ে রাখলেন তিনি। যদিও উইকেট পাননি। ক্রিজে রয়েছেন ডিকক ও পোলার্ড।
ধবল কুলকার্নির অফ কাটারে স্ট্যাম্প ছিটকে গেল সূর্যকুমার যাদবের (১০ বলে ১৬)। রোহিতের পরে দ্বিতীয় উইকেটের পতন মুম্বইয়ের।
ডিককের হাফসেঞ্চুরি, মুম্বইয়ের দলগত রানও ১০০ পেরোল। ডিককের (৩৫ বলে ৫১) সঙ্গে ক্রিজে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। ১২ ওভার শেষে মুম্বই ১০৪।
অর্ধশতরান থেকে মাত্র ৩ রান দূরে আউট রোহিত। মেজাজি ব্যাটিংয়ে ওয়াংখেড়ের মন জয় করে নিচ্ছিলেন তিনি। তবে জোফ্রা আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ তুলে আউট তিনি।
প্রথম ওভারেই লিভিংস্টোন ১৩ রান দেওয়ায় তাঁর পরিবর্তে আনা হয়েছিল গৌথমকে। তবে হিটম্যানের মেজাজের সামনে রীতিমতো অসহায় তিনি। ১৬ রান বিলিয়ে দিলেন তিনি। দুটো বাউন্ডারি সমেত একটা বিশাল ছক্কা রোহিতের ব্যাট থেকে।
পেস ও মিডিয়ায় পেস বোলারদের পরে এবার রাহানে মুম্বইয়ের রানের গতিতে লাগাম টানতে জোড়া আক্রমণে এনেছিলেন শ্রেয়স গোপাল ও লিভিংস্টোনকে। গোপাল কৃপণ বোলিং করলেও লিভিংস্টোনকে জোড়া ছক্কা হাকালেন ডিকক। ৯ ওভার শেষে মুম্বই ৭৬।
গৌতম, কুলকার্নিদের বদলে রাহানে আক্রমণে আনলেন জয়দেব উনাদকার ও জোফ্রা আর্চারকে। তবে রোহিত-ডিককদের সমস্যায় ফেলতে ব্যর্থ তারা। ৬ ওভার পাওয়ার প্লে-র শেষে মুম্বই ৫৭/০। রোহিত (২৬) এবং ডিকক (৩১) রানে ব্য়াট করছেন।
দুই বন্ধুর পুনর্মিলন ওয়াংখেড়েতে
চোট সারিয়ে দলে ফিরেছেন রোহিত। তারপরেই স্বমহিমায় তিনি। খেলা ধরে নিয়েছেন রোহিত-ডিককরা। ১৪ বলে রোহিত ব্যাট করছেন ২৪ রান। গৌতম, ধবল কুলকার্নিদের সামনে এখন বড়সড় চ্যালেঞ্জ দুজনের পার্টনারশিপ ভাঙার। ৪ ওভার শেষে মুম্বই ৪১।
ওয়াংখেড়েতে আজ ধুন্ধুমার লড়াই। রাজস্থান রয়্যালস টস জিতে বল করার সিদ্ধান্ত নিল। মুম্বই দলে চোট সারিয়ে ফিরলেন রোহিত শর্মা। রাজস্থান পাচ্ছে না বেন স্টোকসকে। রোহিতের ফেরা আর স্টোকসকে না-পাওয়া দু'দলেই বিশাল ফারাক গড়ে দেবে। একথা বলাই বাহুল্য। মুম্বই-রাজস্থানের প্রথম একাদশও দেখে নিন।