Advertisment

IPL 2019: আইপিএল থেকে কি অবসর ধোনি-র, ফাইনাল হারের পরেই জানালেন মহাতারকা

IPL 2019: ধোনি মানেই গগনচুম্বী জনপ্রিয়তা। সিএসকে-র ব্র্যান্ড ভ্যালু-র নিউক্লিয়াস তিনি। ধোনি কী আগামী আইপিএলের আগেই অবসর নেবেন। কী বলছেন মহাতারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni led CSK_1

ধোনির নেতৃত্বে ফাইনালে খেলতে নামছে সিএসকে (আইপিএল ওয়েবসাইট)

মহেন্দ্র সিং ধোনি কি আইপিএল দুনিয়ায় অতীত হয়ে গেলেন! হলুদ জার্সিতে আর দেখা যাবে তো তাঁকে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে রবিবার রাত থেকেই। জবাব কিন্তু ধোনি দিয়ে দিয়েছেন ম্যাচের শেষেই। রূদ্ধশ্বাস ম্য়াচে হারের পরে সঞ্জয় মঞ্জরেকরকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি জানান, "আশা করি, খেলতে পারব।" যা শোনার পরেই সিএসকে সমর্থকরা নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছেন।

Advertisment

IPL 2019 Final, CSK vs MI Highlights: নিজামের শহরে মুম্বইয়ের মাথায় উঠল মুকুট

ধোনি সমর্থকদের আশ্বাস দিলেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে একদমই খুশিতে নেই তিনি। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, "ড্রয়িংরুমে গিয়ে আমাদের নতুন করে পরিকল্পনা কষতে হবে। যদিও আর সময় নেই। সামনেই বিশ্বকাপে। তারপরে ফাঁকা সময় কীভাবে সদ্ব্যবহার করতে পারব, তা দেখতে হবে। বোলারদের বিরুদ্ধে বলার কিছুই নেই। তবে ব্যাটসম্যানদের নিজেদের আরও প্রয়োগ করতে হবে।" পাশাপাশি মাহির সাফ জবাব, গোটা মরশুম জুড়েই ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু মিডল অর্ডার অনেক ম্যাচেই ডুবিয়েছে।

মারকাটারি ম্যাচে প্রথমে মুম্বইকে ইমরান তাহিররা ১৪৯ রানে আটকে রাখলেও চেন্নাই ব্যাটসম্যানরা এই রান পেরোতে ব্যর্থ। ডুপ্লেসিস (২৬), ব্র্যাভো (১৫) এবং শ্যেন ওয়াটসন (৮০) বাদে বাকি ব্যাটসম্যানরা দু-অঙ্কের রান পাননি। এতেই স্পষ্ট চেন্নাইয়ের শোচনীয় ব্যাটিং ব্যর্থতা। শেষদিকে, ওয়াটসন একা লড়লেও শেষ ওভারে মালিঙ্গার বলে আউট হয়ে যান অজি ব্য়াটসম্যান। ১৪৮ রানে শেষ হয় চেন্নাই। ১ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন মুম্বই।

যাইহোক, চেন্নাই রূদ্ধশ্বাস ম্যাচ হারলেও চেন্নাই সমর্থকদের স্বস্তি একটাই পরের মরশুমেও থাকছেন তাদের 'থালা' ধোনি।

Chennai Super Kings CSK MS DHONI IPL
Advertisment