মহেন্দ্র সিং ধোনি- নাম তো শুনা হি হোগা! চিন্নাস্বামীতে মাঝরাত পর্যন্ত এই শব্দব্রহ্মই ঘোরাফেরা করল। তিনি বয়োঃবৃদ্ধ! সেরা সময় আগেই ফেলে এসেছেন। এমন ট্যাগ সাম্প্রতিককালে ধোনির জার্সির পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে রবিবারের রাত দেখল ধোনি এখনও নিজের পুরনো ছায়া হয়ে যাননি। ফিনিশিং লাইন পর্যন্ত দলকে পৌঁছে দিতে তাঁর জুরি মেলা ভার। রূদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে আরসিবি-র কাছে হারতে হলেও দিল জিতে নিয়েছেন ধোনি, বরাবরের মতো।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। সেখানে ধোনির চওড়া ব্যাট থেকে বেরোল ২৪! ১ রানে ক্রিকেটীয় পরিসংখ্যানে হার, তবে চিন্নাস্বামীর সম্রাট হয়েই রবিবার মাঠ ছেড়েছিলেন ধোনি। ভিন্টেজ ধোনির আত্মপ্রকাশের দিনেই ধোনি অনবদ্য রেকর্ডও গড়ে ফেললেন। আইপিএল ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২০০ ছক্কার নজির গড়লেন ধোনি। এই তালিকায় শীর্ষে অবশ্যই বস গেইল। ৩২৩টি বিশাল ছক্কা হাকিয়েছেন গেইল নিজের আইপিএল কেরিয়ারে। দ্বিতীয় স্থানে এবি ডিভিলিয়ার্সের সংগ্রহে ২০৪টি ছক্কা।
আরসিবির বিরুদ্ধে টানটান ম্যাচে ধোনি সাতটি ছক্কা হাকালেন। সবমিলিয়ে ধোনির ঝুলিতে এখন ২০৩টি ওভার বাউন্ডারি। এই ছক্কার পরিসংখ্যানে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় তালিকায় রয়েছেন রোহিত শর্মা (১৯০টি)। ক্যাপ্টেন বিরাটও খুব বেশি পিছিয়ে নেই। তিনি এখনও পর্যন্ত হাকিয়েছেন ১৮৬টি ওভার বাউন্ডারি।
ধোনির কীর্তির দিনে আরসিবিও স্বস্তিও। এই নিয়ে টানা দু ম্যাচে জয় পেলেন বিরাট কোহলিরা। এই মরশুমে তাদের তৃতীয়বার জয় এল রবিবারে। পার্থিব প্যাটেলের ৫৩ রানের দৌলতে আরসিবি শেষ করেছিল ১৬১ রানে। সেখানে চেন্নাই ধোনির মহা-কীর্তির সৌজন্যে ১৬০।