আইপিএলের লিগ পর্যায়ের খেলা শেষ। বাকি আর চারটি ম্যাচ। কোয়ালিফায়ার ওয়ান, এলিমিনেটর, কোয়ালিফায়ার টু এবং প্রতীক্ষিত মেগাফাইনাল। ৫৬টি ম্যাচের পর দেখা যাচ্ছে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনেই রয়ে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার। অরেঞ্জ ক্যাপ শোভা পাচ্ছে তাঁর মাথাতেই। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মগডালেই বিরাজমান দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা। তাঁর মাথায় রয়েছে পার্পল ক্যাপ।
দেখে নিন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচে কারা রয়েছেন:
১) ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) ১২ ম্যাচে ৬৯২ রান। গড় ৬৯.২০। সর্বোচ্চ ১০০*।
২) কেএল রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) ১৪ ম্যাচে ৫৯৩ রান। গড় ৫৩.৯০। সর্বোচ্চ ১০০*।
৩) আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স) ১৪ ম্য়াচে ৫১০ রান। গড় ৫৬.৬৬। সর্বোচ্চ ৮০*।
৪) কুইন্টন ডি কক (মুম্বই ইন্ডিয়ান্স) ১৪ ম্যাচে ৪৯২ রান। গড় ৩৭.৮৪। সর্বোচ্চ ৮১।
৫) ক্রিস গেইল (কিংস ইলেভেন পাঞ্জাব) ১৩ ম্যাচে ৪৯০ রান। গড় ৪০.৮৩। সর্বোচ্চ ৯৯।
আরও পড়ুন: অভিনব ইতিহাস লিখে প্লে-অফে গেল নিজামের শহর
এবার দেখে নিন সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় প্রথম পাঁচে কারা রয়েছেন:
১) কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিটালস) ১২ ম্যাচে ২৫ উইকেট।
২) ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস) ১৪ ম্যাচে ২১ উইকেট।
৩) শ্রেয়াস গোপাল (রাজস্থান রয়্যালস) ১৪ ম্যাচে ২০ উইকেট।
৪) মহম্মদ শামি (কিংস ইলেভেন পাঞ্জাব) ১৪ ম্য়াচে ১৯ উইকেট।
৫) যুজবেন্দ্র চাহাল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর) ১৪ ম্যাচে ১৮ উইকেট।
এই মুহূর্তে ওয়ার্নারের মাথা থেকে কারোর পক্ষে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব। যদিও তিনি চলতি আইপিএলে আর খেলবেন না। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফিরে গিয়েছেন দেশে। অন্যদিকে রাবাদাও আর খেলবেন না। তিনিও চোট পেয়ে ফিরে গিয়েছেন দেশে। কিন্তু তাঁর আসন অক্ষত নাও থাকতে পারে। চেন্নাইয়ের তাহির তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। আর পাঁচ উইকেট পেলেই তাহির টপকে যাবেন রাবাদাকে।