রবিবাসরীয় কলকাতা সাক্ষী ছিল আন্দ্র রাসেল ঝড়ের। তাঁর ব্যাটেই আইপিএল টুয়েলভের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ছ'উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে আনে দীনেশ কার্তিক অ্যান্ড কোং। উইন্ডিজ অলরাউন্ডার সেদিন ১৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে কেকেআরকে জিতিয়েছিলেন।
রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারের থ্রিলারে ছিল চূড়ান্ত অ্যাড্রিনালিন রাশ। ঘরের মাঠে সমর্থকরা নিজেদের সিট ছেড়ে উঠতে পারেননি। এরকম একটা ম্যাচ জেতানো ইনিংসের পর নিজের আবেগ ধরে রাখতে না-পেরে কেঁদে ফেলতে চেয়েছিলেন রাসেল। সেকথা জানিয়েছেন স্বয়ং দলের মালিক শাহরুখ খান। কলকাতার প্রথম ম্যাচেই দলের সমর্থনে ভিআইপি বক্সে ছিলেন এসআরকে।
আরও পড়ুন: ফ্লাডলাইটের আঁধার কাটিয়ে দুর্ধর্ষ জয় নাইটদের
শাহরুখ নিজের টুইটারে লিখেছেন, " রাসেল আমাকে এসে বলল, দর্শকদের ভালবাসায় সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে, তাঁর কাঁদতে ইচ্ছা করছিল। কিন্তু পরে সে ভাবে যে, বিগ বয়েসরা এভাবে সবার সামনে কাঁদে না। নিতীশ রানা, রবিন উথাপ্পা এবং শুভমান গিলের সঙ্গে পুরো দলই কলকাতার জন্য খেলেছে। সকলকে ধন্যবাদ আর ভালবাসা।"
ইডেনে টস জিতে কার্তিক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানেদের বিরুদ্ধে। ডেভিড ওয়ার্নারের (৮৫) ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে হায়দরাবাদ ১৮১ তুলেছিল। জবাবে রানা (৬৮) ও রাসেল (৪৯) জ্বলে উঠেছিলেন। দু'বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর।