ব্যক্তিগত জীবনে তুমুল ঝড়, সেই আঘাত সামলেই আইপিএলে নামছেন পার্থিব প্যাটেল। নিয়মিত অংশ নিচ্ছেন অনুশীলনে। ম্যাচ খেলছেন। হৃদয়ে আশঙ্কার দোলাচল নিয়েই কোনওমতে খেলছেন আরসিবির তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনুশীলনে কিংবা অন্য সময়ে বাড়ি থেকে ফোন এলেই তটস্থ থাকছেন তিনি। পাছে খারাপ খবর শুনতে হয়।
আইপিএল শুরুর আগেই ফেব্রুয়ারিতে পার্থিব নিজের বাবার শারীরিক অসুস্থতার খবর নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। সেই সময়ে তিনি লিখেছিলেন, "আমার পিতার জন্য প্রার্থনা করবেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। " তারপরে অবশ্য পার্থিবের পিতা অজয় প্যাটেলের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ক্রমশই খারাপ থেকে খারাপতম হয়েছে অবস্থা। কোমা থেকে বেরোলেও আইসিইউতে আপাতত রয়েছেন তিনি। পার্থিব ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, "আমি কেবল প্রার্থনা করে যাচ্ছি, যাতে হঠাৎ করে কোনও খারাপ খবর শুনতে না হয়।"
ব্যক্তিগত জীবনে ঝড় উপেক্ষা করেই খেলে চলেছেন পার্থিব। (এক্সপ্রেস ছবি)
ব্যক্তিগত জীবনের এই অনিশ্চয়তায় চলতি আইপিএল যেন অভিশাপ হয়ে হাজির হয়েছে জাতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের কাছে। পরপর হেরে চলেছে দল। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও চাপা টেনশন। ফ্র্যাঞ্চাইজি কর্তারা অবশ্য পার্থিবের পাশেই রয়েছেন। প্রায় প্রতিটি ম্যাচের পরেই আহমেদাবাদে উড়ে যাচ্ছেন তিনি, ফ্র্যাঞ্চাইজি থেকে অনুমতি নিয়ে। পার্থিব বলছিলেন, "যখন আমি খেলি, তখন মনে খেলা ছাড়া আর কিছুই থাকে না। তবে খেলা শেষ হলেই মন চলে যায় বাড়িতে। প্রত্যেক দিনই শুরু হয় বাবার শারীরিক সংবাদ নিয়ে। তারপর চিকিৎসকদের সঙ্গে কথা বলি। নিজে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিই। আমার স্ত্রী ও মা বাড়িতেই রয়েছেন। তবে কিছু সিদ্ধান্ত গ্রহণের সময়ে আমিই শেষ কথা বলি। প্রথম দিকে তো আরও সমস্যা শুরু হয়েছিল। কিছু দিনের জন্য ভেন্টিলেটর সুইচ অফ করে দেওয়া হবে, কতটা করে অক্সিজেন দেওয়া হবে- এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই ভীষণ মুশকিল।"
![]()
এমন অবস্থায় এক সময়ে আইপিএল থেকে নাম প্রত্যাহারও করে নিতে চেয়েছিলেন পার্থিব। তবে বাবা সবসময়েই বাড়িতে বসে থাকার বদলে খেলায় অংশ নিতে বলতেন- সেই আদেশ অগ্রাহ্য করতে পারেননি এবারে। তাই আইপিএলে অংশগ্রহণ। চলতি আইপিএলে পারিবারিক সমস্যা সামলেও আরসিবি-র জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। ৬ ম্যাচে ১২৩ স্ট্রাইক রেটে তুলে ফেলেছেন ১৭২ রান।
আর পার্থিবের কঠিন সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের একসময়ের সতীর্থ আশিস নেহরা।
Read the full article in English here