।IPL 2019 RR vs CSK Highlights: চিপক দেখল পুরনো ধোনিকে। সেই চেনা ঝাঁঝ তাঁর ব্য়াটে আর ক্য়াপ্টেনসিতে। রাজস্থানকে হারিয়ে জয়ের হ্য়াটট্রিক চেন্নাইয়ের।
আজ ঘরের মাঠে এমএ চিদম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলছে চেন্নাই সুপার কিংস। দুরন্ত ফর্মে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই সিএসকে গুঁড়িয়ে দিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এরপর দ্বিতীয় ম্যাচেও ধোনি অ্যান্ড কোং হেলায় হারিয়েছে শ্রেয়স আয়ারের দিল্লি ক্যাপিটালসকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিনে রয়েছে চেন্নাই।
অন্যদিকে রাজস্থান শেষ দু'টো ম্যাচেই হেরেছে। আজ অজিঙ্ক রাহানেরা জিততে মরিয়া। কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে কাজটা মোটেই সহজ হবে না। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত এই দুই টিম শেষ ১১ বছরে ১৯ বার মুখোমুখি হয়েছে। ১২বার চেন্নাই ও সাতবার রাজস্থান জিতেছে। এর মধ্যে চিপকে অর্থাৎ আজকের ভেন্যুতে দুই দল মোট ৬ বার খেলেছে। পাঁচবারই জিতেছে হোম টিম। রাজস্থান জিতেছে মাত্র একবার। ফলে অ্যাডভান্টেজে থাকবে চেন্নাই।
আরও পড়ুন: IPL 2019: অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ধোনির এই বিশ্বস্ত যোদ্ধা
The results from the archives when we have met the royals on the field! Roar whistles for the super Sunday clash at the #AnbuDen! #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/6FS7ohWLh0
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2019
IPL 2019: RRvs CSK Live, Rajasthan Royals vs Chennai Super Kings Highlights
12.13am: আট রানে জয়ী চেন্নাই।
What a thriller we've witnessed at the Chepauk!@ChennaiIPL beat RR by 8 runs ???? #CSKvRR #VIVOIPL pic.twitter.com/eH4INvpWxD
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
12.09am: গোপাল আউট, ১ বলে ১০ রান প্রয়োজন রাজস্থানের।
12.03am: গেম চেঞ্জার ব্র্য়াভো, স্টোকসকে (২৬ বলে ৪৬) ফিরিয়ে দিলেন।
12.01am: ৬ বলে প্রয়োজ ১২ রান।
11.53pm: ১২ বলে প্রয়োজ ২৫ রান।
11.45pm: হাফ ডজন উইকেট চলে গেল রাজস্থানের, গোথাম আউট, ২৩ বলে ৫৬ রান প্রয়োজন রাজস্থানের।
11.35pm: ৩০ বলে প্রয়োজন আর ৬৫ রান। প্রতি ওভারে ১৩-র বেশি করে রান প্রয়োজন এখন।
11.28pm: তাহিরের জুসি ফুলটসের ফাঁদে পা দিয়ে আউট স্মিথ (৩০ বলে ২৮)
11.23pm: আট ওভারে এখনও প্রয়োজন ৮৯ রান। রাজস্থানের ওপর পাহাড় প্রমান চাপ। আস্কিং রেট ক্রমেই বাড়ছে। ক্রিজে সেট হয়ে গিয়েছেন স্মিথ। তাঁকে সঙ্গ দিচ্ছেন বেন স্টোকস। ধোনি চাইছেন এই জুটিটা ভেঙে ম্য়াচের রাশ পুরোপুরি নিজেরে হাতে নিয়ে নিতে।
11.13pm: ত্রিপাঠি-স্মিথের র্পাটনারশিপ ভাঙল, অভিজ্ঞ ইমরান তাহির ফিরিয়ে দিলেন ত্রিপাঠিকে। ৬০ বলে ১০১ রান প্রয়োজন রাহানেদের। এই জুটিটাই ভাঙতে চেয়েছিল চেন্নাই।
10.54pm: রাহুল ত্রিপাঠি আর স্টিভ স্মিথের ব্য়াটে রাজস্থান প্রাথমিক ধাক্কা কাটিয়ে একটা মঞ্চ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। শুরুতেই তিন উইকেট হারিয়ে রীতিমত ব্য়াকফুটে রাহানেরা। সাত ওভারে উঠল ৫৪ রান।
10.34pm: ব্য়াক-টু-ব্য়াক উইকেট, কামাল করলেন দীপক চাহার। এক ওভারে তুলে নিলেন স্য়ামসন এবং বাটলারকে। ১৪ রানে তিন উইকেট হারিয়ে রীতিমত চাপে রাজস্থান। ম্য়াচে ড্রাইভারের সিটে চেন্নাই।
Rahane caught Jadeja kissed Raina ????????
????????https://t.co/cUXvADup4o #CSKvRR
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
10.28pm: সনজুর ২০০০; টুর্নামেন্টে দু'হাজারি হওয়া থেকে এক রান দূরে ছিলেন তিনি। ছুঁয়ে ফেললেন নয়া মাইলস্টোন।
10.16pm:জাদেজা যেন বাজ পাখি! অনবদ্য় ক্য়াচে রাহানেকে ফেরালেন। বাটলারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন তিনি। শুরুতেই রাহানেকে তুলে অ্য়াডভান্টেজে থাকল চেন্নাই। ১৭৫ রান তাড়া করে জেতার কাজটা সহজ হবে না রাজস্থানের। মাঠে রীতিমত শিশির পড়ছে। বল পড়ে আসতে আসবে। খেলাটা সহজ নয়। এখন চোখ থাকবে সনজু স্য়ামসনের দিকে। গত ম্য়াচে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন।
10.00pm:৪৬ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস ধোনি। ক্য়াপ্টেনের ব্য়াটে ভর করে চেন্নাই তুলল ১৭৫।
Innings Break!
Dhoni finishes it in traditional @msdhoni style. 75* off 46 deliveries by MSD as @ChennaiIPL post a total of 175/5 on board.
Live - https://t.co/fmLBjCkUzr #CSKvRR pic.twitter.com/hLglYhoKdH
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
9.48pm: ধোনি এই প্রথম আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি পেলেন। দলের প্রয়োজনে ফের একবার জ্বলে উঠলেন ক্য়াপ্টেন। অধিনায়োকচিত ইনিংসে চিপকে দলের হাল ফেরালেন মাহি।
FIFTY!
That's a half-century by #Thala ????????@ChennaiIPL 143/4 in 18.1 overs pic.twitter.com/giak98YaVy
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
9.36pm:অন্তিম তিন ওভার রয়েছে চেন্নাইয়ের সামনে। ১১৫ রান উঠেছে আপাতত।
9.19pm: রায়না আউট, উনাদকাটের মিডল স্টাম্পে রাখা বল অবিবেচকের মতো ছেড়ে খেলতে গেলেন
9.11pm: ধোনি-রায়না চেষ্টা করছেন এখান থেকে রানটা যতটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়া যায়, দুজনেই ধরে খেলছেন। সেঅর্থে ধুম ধড়াক্কা ক্রিকেট খেলছেন না, কারণ উইকেট দিতে চান না কেউই,
8.53pm: ১০টা ওভার হয়ে গেল মাত্র ৫৫ রান এল চেন্নাইয়ের। চলে গিয়েছে তিন উইকেট। টি-২০ ফর্ম্য়াটে কোনও ভাবেই শুরুর ১০ ওভারে এই রান কাঙ্খিত নয়। চেন্নাইকে রান বাড়াতেই হবে। নাহল সমস্য়া বাড়বে।
8.33pm: কেদার আউট (৮)। চিপকের দর্শক এই দৃশ্য় দেখতে আসনেনি। চেন্নাইয়ের ব্য়াটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এখন ত্রাতার ভূমিকায় মাঠে নামবেন ধোনি। তারওপরেই ভরসা। তিনি মাঠে নামতেই গ্য়ালারিতে শব্দব্রহ্ম। (চেন্নাই ২৭/৩, ৪.৫ ওভার)।
Welcoming the #Thala be like! ???????? #WhistlePodu #Yellove #CSKvRR pic.twitter.com/tdNBKr39d7
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2019
8.22pm: ওয়াটসন আউট (১৩ বলে ১৩)। দুই ওপেনারই ফিরে গেল চেন্নাইয়ের। বিপাকে সিএসকে। ব্য়াক-টু-ব্য়াক ওপেনার হারিয়ে চাপ বাড়ল চেন্নাইয়ের। আর কোনও ভাবেই উইকেট হারানো চলবে না ধোনিদের। তাহলেই মাথায় চেপে বসবেন রাহানেরা।
8.11pm: শুরুতেই ফিরলেন রায়ডু (৮ বলে১)। শেন ওয়াটসনের সঙ্গে আম্বাতি রায়ডুর জুটি শুরু থেকেই একদম ছন্দে দেখাচ্ছিল না। রানই আসছিল না তাঁদের হাত থেকে। সেট হওয়ার আগেই রায়ডু জোফ্রা আর্চারের বলে বাটলারের হাতে ক্য়াচ দিয়ে বসলেন। চেন্নাইয়ের হাতে ব্য়াটসম্য়ানের কমতি নেই। আপাতত একটা র্পাটনারশিপ প্রয়োজন সিএসকে-র।
As the Lions walk out to bat! #WhistlePodu #Yellove #CSKvRR ???????? pic.twitter.com/zhneRVAyMg
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2019
7.52pm: বিরাট হার; সুপার সানডে'র প্রথম ম্য়াচে বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর খেলতে নেমেছিল কেন উইলিয়ামসনের সানরাইর্জাস হায়দরাবাদের বিরুদ্ধে। বিরাটের টিম ১১৮ রানে হারে। এই নিয়ে আরসিবি টানা তিন ম্য়াচ হারল। টস হেরে এদিন ব্য়াট করতে নামে হায়দরাবাদ। দুই ওপেনার জনি বেয়ারস্টো (৫৬ বলে ১১৮) ও ডেভিড ওয়ার্নাররে (৫৫ বলে অপরাজিত ১০০) জোড়া সেঞ্চুরিতে ভর করে হায়দরাবাদ দুই উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছিল। জবাবে আরসিবি ১১৩ রানে শেষ হয়ে গেল। সানরাইজার্সের হয়ে মহম্মদ নবি চার উইকেট তুলে নেন।
That's that from Hyderabad. The @SunRisers win by a huge margin of 118 runs against the RCB???????? pic.twitter.com/i1sgwuTgoh
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
7.38pm: টস হেরে ব্য়াট করব চেন্নাই। রাজস্থান দলে কোনও পরিবর্তন নেই। চেন্নাই এদিন হরভজন সিংকে বসিয়ে মিচেল স্য়ান্টনারকে খেলাচ্ছে। ধোনি বললেন, এখনই শিশির পড়তে শুরু করে দিয়েছে। ফলে পরে বল করাটা তাঁদের পক্ষে সুবিধারই হবে।
The @rajasthanroyals Skipper @ajinkyarahane88 wins the toss and elects to bowl first against the @ChennaiIPL #CSKvRR #VIVOIPL pic.twitter.com/4450Q8vEBM
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
7.23pm: দুু'দলই পৌঁছে গিয়েছে মাঠে। চিপক ম্য়াচ শুরুর প্রতীক্ষায়। ম্য়াচ গড়াপেটায় জড়িত থাকায় দু’বছর নির্বাসিত ছিল চেন্নাই। গতবছরই ধোনির দল টুর্নামেন্টে ফিরেই চ্য়াম্পিয়ন হয়েছিল। কিন্ত তামিলনাড়ু জুড়ে চলা কাবেরী আন্দোলনের জেরে চিপকে একটা ম্য়াচ হওয়ার পরেই ধোনিদের সব হোম ম্য়াচ পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সরে গিয়েছিল। এবার আর চিপকের দর্শকদের হতাশ হতে হচ্ছে না।
The players have gotten off the bus and entered the MA Chidambaram Stadium in Chennai. #CSKvRR begins in a bit ⏰ #VIVOIPL pic.twitter.com/LHFLMPA9WM
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
7.15pm: আজ কেমন থাকবে আবহাওয়া?
এদিন চেন্নাইয়ের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৬০ শতাংশের বেশি হতে পারে। ফলে রীতিমত গরমের মধ্যেই খেলতে হবে দুই দলকে। কোটলার মতো চিপকের পিচও অনেকের নজর কেড়েছে। সুপার কিংসের কোচ ফ্লেমিং মনে করছেন যে, উদ্ধোধনী ম্যাচের থেকে পিচ ভাল হবে এদিন। এখন দেখার ফ্লেমিংয়ের কথা বাস্তবে কত’টা খাটে।
7.00pm: জানেন কি?
১)রাজস্থান রয়্যালস গতবছর থেকে এখনও পর্যন্ত ন’টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র দু’টো আইপিএল ম্যাচ জিতেছে।
২) ২০১৫ থেকে আইপিএলের সব ভেন্যুর মধ্যে চিপকই সবচেয়ে বেশি স্পিনারদের সাহায্য করেছে। স্পিনারদের গড় ২২.৮। ইকনমি রেট ৬.৬।
৩)আজ রায়না চেন্নাইয়ের হয়ে ১৫০ নম্বর ম্যাচ খেলতে নামছেন।
৪) চিপকে হতে চলেছে ৫০তম আইপিএল ম্যাচ।
৫) সনজু স্যামসনের প্রয়োজন আর ১ রান। তাহলেই তাঁর আইপিএলে ২০০০ রান পূর্ণ করা হয়ে যাবে। ২০১৫ থেকে আইপিএলের সেরা ‘স্টাটার্স’দের একজন তিনি। মরসুমের প্রথম পাঁচ ম্যাচের বিচারে স্যামসন ৫৩৪ রান করেছেন। এত বেশি আর কেউ করতে পারেননি।
It's #Thala vs #Bahubali in a close contest amongst the lions at the #AnbuDen ahead of the royal encounter! Watch the full video here - https://t.co/U2ejSmTQZE! #WhistlePodu #Yellove #CSKvRR ???????? pic.twitter.com/N16IuGfaBp
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2019
৬) রাজস্থানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে রায়নার। ১৯ ম্যাচে ৫৬৯ রান রয়েছে তাঁর।
৭) রাজস্থানের বিরুদ্ধে ১৭টি ইনিংসে ধোনির কোনও হাফ-সেঞ্চুরি নেই।
৮) সিএসকে-র স্পিনাররা প্রথম দু’টো ম্যাচ মিলিয়ে ১০ উইকেট পেয়েছে। কোনও টিমের হয়ে এটাই সর্বোচ্চ