New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/LEAD-3.jpg)
RR vs DC Live Score, IPL 2019 RR vs DC Live Score
Rajasthan Royals vs Delhi Capitals Highlights: রাহানের দুরন্ত শতরানের পালটা এল ঋষভ পন্থের ৩৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে। ছক্কা মেরেই দলের জয় এনে দিলেন তিনি। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৯১ রান। সেই রান তাড়া করতে নেমে গব্বর ও পৃথ্বী শ শুরুটা ভাল করে দিয়েছিলেন। তারপর সোয়াই মান সিং স্টেডিয়ামে কেবল ঋ-ষ-ভ ধ্বনি। ছক্কায় ছক্কায় একাই মাতিয়ে দিলেন তিনি। ৪ বল বাকি থাকতেই হাতে ৬ উইকেট নিয়ে দলকে জিতিয়ে দিলেন তিনি। এই জয়ে দিল্লি লিগ তালিকায় শীর্ষ স্থানে পৌঁছে গেল।
Live IPL 2019: RR vs DC Playing 11 Highlights
Advertisment
ঋষভের ইনিংস যদি বিধ্বংসী হয়, তাহলে রাহানের ইনিংস সত্যিই ক্লাস! পাশাপাশি, স্টিভ স্মিথও ৫০ করেন। দিল্লির বোলাররা সোয়াই মান সিং স্টেডিয়ামে মোটেই খাপ খুলতে পারেনি এদিন। দ্বিতীয় ইনিংসে রাজস্থানের বোলাররাও তাই।
Live Blog
Advertisment
রবিবার রাতে রূদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারায় আরসিবি। কোহলিদের ১৬১ রান তাড়া করতে নেমে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন ধোনি। তবে শেষরক্ষা হয়নি।
নিজের পূর্বসূরির মতোই ছক্কা মেরে দুরন্ত ফিনিশ ঋষভ পন্থ। ওভারে ৬ রান প্রয়োজন ছিল। প্রথম বলে কলিন ইনগ্রাম ১ রান নিয়েছিলেন। দ্বিতীয় বলে ছক্কা ঋষভের। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে নিয়ে জয় দিল্লির। জিতে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল ক্যাপিটালস।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬ রান। প্রথম ৫ বলে মাত্র ৫ রান খরচ করেছিলেন জোফ্রা আর্চার। তবেব ষষ্ঠ বলে ঋষভের ট্রেডমার্ক ছক্কা।
ধবল কুলকার্নির ওভারে একটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে বিদায় ১৭ বছরের ক্যারিবিয়ান তরুণ রাদারফোর্ডের। শেষ ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৭ রান।
৩৯ বলে ৪২ রান করে আউট পৃথ্বী শ। পরাগ রিয়ানের বল ছক্কা হাকাতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে বিদায় তরুণ তুর্কির। ক্রিজে ব্যাট করতে এলেন গায়ানার ব্যাটসম্যান রাদারফোর্ড। শেষ ৩ ওভারে জয়ের জন্য তুলতে হবে ৩০ রান।
ভবিষ্যতের নয়, পন্থ যে এখনই পুরোপুরি পরিণত, তা বলাই বাহুল্য। দুরন্ত খেলছেন তিনি। পৃথ্বী শ-কে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। মাত্র ২৬ বলে ৫০ রান পূর্ণ করে ফেললেন তিনি। পৃথ্বী ৩৬ বলে ৪২ রানে ব্যাট করছেন। শেষ ৪ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৪১ রান।
টানা দু উইকেট চলে যাওয়ার পরে সাময়িক চাপে পড়ে গিয়েছিল দিল্লি। তবে ঋষভ পন্থ (১৫ বলে ২৪) ও পৃথ্বী শ (৩০ বলে ৩৮) খেলা ধরে নিয়েছেন। ১৩ ওভার শেষে স্কোর ১২০। ৪২ বলে জয়ের জন্য প্রয়োজন ৬২ রান।
ধাওয়ান-পৃথ্বী জুটি তরতর করে এগোচ্ছিল। তবে ধাওয়ানের পরে এবার আউট হয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ক্রিজে নামলেন ঋষভ পন্থ।
অর্ধশতরান করেই বিদায় ধাওয়ানের। শ্রেয়সের গুগলি বুঝতে না পেরে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। স্ট্যাম্প করতে সঞ্জু স্যামসনের কোনও অসুবিধাই হয়নি। রাজস্থান ৮ ওভারে ৭৩ রান।
ধাওয়ানের বল্লা চলছেই। প্রায় প্রতিদিনই হাফসেঞ্চুরি করছেন। রাজস্থানের বিরুদ্ধেও ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেললেন তিনি। এই নিয়ে চলতি টুর্নামেন্টে চতুর্থ অর্ধশতরান করে ফেললেন তারকা
বাঁচলেন পৃথ্বী শ। ধবল কুলকার্নির বল পুল করেছিলেন। ক্যাচ ফেলে দেন টার্নার। যাইহোক, পৃথ্বী-ধাওয়ানের জুটি অর্ধশতরান পার করে ফেললেন। দুজনেই মেজাজে ব্যাট করছেন।
সামনে বড় লক্ষ্য়। ক্রিজে পৃথ্বী শ ও শিখর ধাওয়ান ব্যাট করছেন। ৩ ওভারে দিল্লির স্কোর ২২।
রাবাদা শেষ ওভারে বিনি ও রিয়ান পরাগকে ক্লিন বোল্ড করে দিলেন। ২০ ওভারে রয়্যালসরা ১৯১ তুলল। রাহানে ১০৫ রানে অপরাজিত থাকলেন। ঋষভ পন্থরা বিশাল এই টার্গেটের সামনে কীভাবে লড়েন, সেটাই আপাতত দেখার।
একসময় ভাবা হয়েছিল অনায়াসে ২০০ উঠবে। তবে স্মিথ আউট হওয়ার পরেই রানের গতি কমে যায়। পাশাপাশি পরপর আউট প্রভাব ফেলে রান তোলার গতিতে। রাহানে ক্রিজে। রাজস্থান ১৯ ওভার শেষে ১৮৩।
রাহানে ক্রিজের একপ্রান্তে টিকে থাকলেও অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত। এবার আউট অ্যাস্টন টার্নার। ইশান্ত শর্মার স্লোয়ারে ঠকে গিয়ে কভারে লোপ্পা ক্যাচ তুলে বিদায় টার্নারের। ১৭ ওভারে রাজস্থান ১৬৫।
অপ্রতিরোধ্য় রাহানে। থামানোই যাচ্ছে না জাতীয় দলের তারকা ক্রিকেটারকে। এবার ৫৮ বলে শতরান হাকিয়ে ফেললেন তিনি। অধিনায়কত্ব হারানোর পরে নিজেকে প্রমাণের দায়িত্ব ছিল। সেই দায়বদ্ধতা যে এভাবে ঝড় হয়ে আছড়ে পড়বে সোয়াই মান সিং স্টেডিয়ামে তা ভাবা যায়নি। স্মিথ ফিরে গিয়েছেন অর্ধশতরান করে, আউট স্টোকসও। তবে রাহানে খেলেই চলেছেন। ক্রিজে সদ্য নেমেছেন টার্নার
হাফসেঞ্চুরি করেই আউট স্মিথ। দিল্লিকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দিলেন অক্ষর প্যাটেল। ছক্কা হাকাতে গিয়ে ক্রিস মরিসের হাতে ক্যাচ তুলে বিদায় অজি তারকার।
ঝড় তুলেছেন রাহানে। তাঁর সঙ্গে মাঠ মাতাচ্ছেন স্টিভ স্মিথও। মাত্র ৩১ বলে অর্ধশতরান করে ফেললেন ক্যাপ্টেন স্মিথ। রাহানে(৪৭ বলে ৮২)-স্মিথের (৩১ বলে ৫০ ) পার্টনারশিপে উঠল ১৩০ রান। দিল্লি ইতিমধ্যেই হাফডজন বোলার ব্যবহার করে ফেলেছে। তবে কোনও বোলারই স্মিথ-রাহানের পার্টনারশিপে ভাঙন ধরাতে পারেনি। স্মিথ-রাহানের অবদান ১৩০ রান।
অধিনায়কত্ব হারিয়েছেন। এবার ব্য়াট হাতে ঝলসে উঠছেন দিল্লি ম্য়াচে। ৩১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেললেন রাহানে। ইশান্ত শর্মার ক্যাচ মিস বাদ দিলে সাবলীল ব্য়াটিং করছেন সোয়াই মান সিং স্টেডিয়ামে। ৮ ওভার শেষে রাজস্থান ৭১ রান।
ফিল্ডিংয়ে যাচ্ছেতাই মিস ইশান্তের। অক্ষর প্যাটেলের ওভারে সুইপ করেছিলেন রাহানে। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ইশান্ত সহজ ক্যাচ ফস্কান। জীবন পেয়েই বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে সেলিব্রেট করেন রাহানে। ২২ বলে ৩৩ রানে ক্রিজে রয়েছেন তারকা ব্যাটসম্যান।
দ্বিতীয় ওভারেই ভুল বোঝাবুঝিতে রান আউট সঞ্জু স্যামসন। রাহানে রক্ষণাত্মক ভঙ্গিতে একটি শট খেলেছিলেন। তবে দ্রুত ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন অন্য প্রান্তে থাকা স্যামসন। নিজের ডেলিভারির পরে সেই বল সংগ্রহ করে সরাসরি থ্রো-তে আউট করে দেন রাবাদা। আউট হওয়ার পরে সামান্য বিরক্তিও প্রকাশ করলেন কেরলের তারকা উইকেটরক্ষক। ক্রিজে ব্যাট করছেন রাহানে এবং স্মিথ।
স্পিনের বিরুদ্ধে রয়্যালসদের ব্য়াটিং মোটেই আশাপ্রদ নয়। চলতি টুর্নামেন্টে রয়্যালস ব্যাটসম্যানরা ২২বারই আউট হয়েছেন স্পিনারদের বলে।
আর দুটো উইকেট দখল করলেই টি টোয়েন্টিতে ১০০ শিকার করে ফেলবেন ইশান্ত শর্মা।
দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল
চলতি আইপিএলে দুর্ধর্ষ ছন্দে আছেন শিখর ধাওয়ান। ইতিমধ্যেই ছবার ৩০ প্লাস স্কোর করে ফেলেছেন তিনি। প্রথমে ব্যাট করলে ধাওয়ানের প্রথম ১০ বলে স্ট্রাইক রেট থাকে ৬৮.৪। চেজ করার সময়ে এই স্ট্রাইক রেটই হয়ে দাঁড়ায় ১৫৯.২-এ। সবমিলিয়ে চলতি মরশুমে ধাওয়ানের ১৩৫.২ স্ট্রাইক রেট তাঁর ২০১৬ সালের পর থেকে সেরা।
দিল্লি ক্যাপিটালসঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কলিন ইনগ্রাম, রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, সন্দীপ লামিচানে
রাজস্থান রয়্যালসঃ অজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, বেন স্টোকস, রিয়ান পরাগ, অ্যাস্টন টার্নার/লিয়াম লিভিংস্টোন, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি