/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/virat-kohli-759-1.jpg)
বিরুষ্কার বাড়িতে ডিনার করলেন চাহালরা (ছবি-চাহালের ইনস্টাগ্রাম থেকে)
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার আমন্ত্রণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁদের বাড়িতে নৈশভোজ সারল। গত মঙ্গলবার রাতে ম্যাচের পরেই টিম আরসিবি বিরুষ্কার মুম্বইয়ের বাড়িতে ডিনার সারতে গিয়েছিল। সেই রাতেই ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হারতে হয়েছিল বিরাটদের। এই নিয়ে আট ম্যাচের মধ্যে সাত ম্যাচই হারতে হয়েছে আরসিবিকে।
View this post on InstagramThank you for the wonderful dinner last night @virat.kohli @anushkasharma #goodtimes
A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on
বিরাটের বাড়িতে ডিনার সারতে এসেছিলেন তাঁর আইপিএল ও জাতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহাল। তিনিই ইনস্টাগ্রামে বিরাট-অনুষ্কার সঙ্গে ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন ডিনারের জন্য়। শুধু চাহালই নন, আরসিবি-র আরও তিন খেলোয়াড় হিম্মত সিং, কুলওয়ান্ত খেজরোলিয়া এবং দেব পাদিক্কল ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন: ‘স্টেট টপারকেও ইউনিট টেস্টে ফেল করাতে পারে নেহরা’, ঝড় টুইটারে
View this post on InstagramThank you so much @virat.kohli and @anushkasharma for hosting us????
A post shared by Dev (@devpadikkal19) on
View this post on InstagramThank you so much @virat.kohli and @anushkasharma for hosting us????
A post shared by Dev (@devpadikkal19) on
টস জিতে মুম্বই ব্যাট করতে পাঠিয়েছিল ব্যাঙ্গালোরকে। আরসিবি ১৭২ রানের টার্গেট দিয়েছিল মুম্বইকে। রোহিতদের জেতার জন্য় শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২২ রান। ১৯ নম্বর ওভারে বল করতে এসেছিলেন পবন নেগি। নেগির ওভারে তিনি জোড়া ছক্কা ও জোড়া চার মেরে এক ওভার বাকি থাকতেই মুম্বইয়ের ভাগ্য লিখে দেন। পাণ্ডিয়ার পাওয়ার-হিটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যান নেগি।